Mamata Calls All Party Meet: করোনাভাইরাস মোকাবিলা, সোমবার সর্বদল বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Photo: ANI)

কলকাতা, ২১ মার্চ: রাজ্যে করোনাভাইরাস (COVID-19) নিয়ে আলেচনা করতে সর্বদল বৈঠত ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। সোমবার সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি ও মোকাবিলা নিয়ে আলোচনা করতে বিরোধী নেতাদের নবান্নে (Nabanna) আমন্ত্রণ জানানো হয়েছে। প্রসঙ্গত, ওই দিন রাজ্য মন্ত্রিসভার বৈঠক থাকলেও, তা স্থগিত রাখা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ রুখতে সরকার সবরকম সাহায্যের কথা ঘোষণা করেছিল বাম-কংগ্রেস। তবে সর্বদল বৈঠকের দাবি করেছিলেন প্রদেশ কংগ্রেস নেতারা। সোমবার তাঁদের তরফে কারা এই সর্বদল বৈঠকে যোগ দেবেন, তা যদিও এখনও স্পষ্ট নয়। রাজ্য BJP-র তরফেও এই নিয়ে কিছু জানানো হয়নি।

আজ কলকাতায় হদিশ মিলেছে তৃতীয় করোনাভাইরাস (Coronavirus) আক্রান্তের। তরুণীর বাড়ি হাবড়ায় (Habra)। তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে আপাতত আইসোলেশনে রাখা হয়েছে। মার্চের ১৬ তারিখ তিনি স্কটল্যান্ড থেকে ফিরেছিলেন। করোনা উপসর্গ নিয়ে চিকিৎসকের কাছে যান। এর পর তাঁর লালারসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। শুক্রবার রাত সাড়ে এগারোটা নাগাদ রিপোর্ট আসে। রিপোর্টে তাঁর শরীরে পজিটিভ আসে। আরও পড়ুন: Janata Curfew:: ‘জনতা কারফিউ’ চলাকালীন সচল থাকবে কলকাতা মেট্রো, আধ ঘণ্টা অন্তর মিলবে পরিষেবা

আক্রান্ত ওই তরুণীর কাদের সংস্পর্শে এসেছিলেন তাঁর খোঁজ চালানো হচ্ছে। তাঁর পারিবারের সকলকে নজরদারির আওতায় আনা হবে বলে জানা গেছে। এই নিয়ে গত চার দিনে তিন জন আক্রান্তের খোঁজ মিলল। গতকাল দক্ষিণ কলকাতার আরেক তরুণ কাশি ও গলাব্যথা হওয়ায় পারিবারিক চিকিৎসকের কাছে যান। বৃহস্পতিবার রাতে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়ার পরেই তরুণের পরিবার-পরিজন মিলিয়ে মোট ১৬ জনকে রাজারহাটের কোয়ারান্টাইন সেন্টার নিয়ে যাওয়া হয়েছে।