Baishakhi Banerjee, Sovan Chatterjee, Ratna Chatterjee (Photo Credit: Facebook)

কলকাতা, ২১ ডিসেম্বর: বিধায়ক নির্বাচনের পর কলকাতা পুরসভা ভোটেও (KMC Poll Result ) এবার জয়ী রত্না চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ড থেকে এবার জয়ী হন শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়। ভোটে জয়ের পর শোভন পত্নীকে কার্যত কটাক্ষ করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baishakhi Banerjee) বলেন, রত্না চট্টোপাধ্যায় জয়ী হয়েছেন ঠিকই, কিন্তু এবার যেন তিনি তাঁদের বাড়িটি ছাড়েন। রত্না চট্টোপাধ্যায়ের তাঁদের পর্ণশ্রী বাড়ি না ছড়লে, বৈশাখী বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

প্রসঙ্গত শোভন চট্টোপাধ্যায় বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে পর্ণশ্রীর বাড়িটি বিক্রি করে দিয়েছেন। সম্প্রতি এমনই জানান শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। বিভিন্ন মামলার খরচ চালাতে তাঁর কিছুটা সমস্যা হচ্ছিল বলেই বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি পর্ণশ্রীর বাড়িটি বিক্রি করে দিয়েছেন বলে জানান শোভন চট্টোপাধ্যায়। কলকাতার প্রাক্তন মেয়রের মুখে ওই কথা শোনার পর পালটা প্রতিক্রিয়া জানান রত্না চট্টোপাধ্যায়।

আরও পড়ুন:  KMC Poll Result 2021: ভোট প্রক্রিয়া স্বাভাবিক হয়নি, জয়ের পর মীনাদেবীর সুরেই বললেন বিজেপির বিজয় ওঝা

তৃণমূল কংগ্রেস বিধায়ক বলেন, মামলা চালাতে গিয়ে আর্থিক সমস্যার জেরে তিনি বাড়িটি বিক্রি করে দিয়েছেন বলে শোভনবাবু যে মন্তব্য করেন, তা ভাবতেও তাঁর খারাপ লাগছে। রত্না চট্টোপাধ্যায়ের (Ratna Chatterjee) মুখে ওই কথা শুনে পালটা ফেসবুক লাইভ করেন শোভন চট্টোপাধ্যায়। যেখানে রত্না চট্টোপাধ্যায়কে বাক্যবাণে বিদ্ধ করতেও দেখা যায় তাঁকে।