কলকাতা, ২১ ডিসেম্বর: তৃণমূল ঝড় বললেও কম বলা হয়। কলকাতা পুরসভার ইতিহাসে সর্বকালীন ভাল ফল করে ক্ষমতা ধরে রাখল তৃণমূল। ৯০ শতাংশেরও বেশি ওয়ার্ডে জিতে বারবার তিনবার ছোট মহাকারণের দখলে রাখল তৃণমূল। ২০১০,২০১৫-র চেয়েও ২০২১ কলকাতা পৌরসভা নির্বাচনে অনেক মসৃণ হল তৃণমূলের জয়। উত্তর থেকে দক্ষিণ, বেলগাছিয়া থেকে বেহালা, টালা থেকে টালিগঞ্জ, সর্বত্র তৃণমূলের জয়জয়কার। ১৬টি বরো-র দখলই থাকল তৃণমূলের কাছে। ১৪৪টি ওয়ার্ডের মধ্যে মাত্র ১০টি ওয়ার্ডে জিততে পারলেন না তৃণমূল প্রার্থীরা। ক মাস আগে বিধানসভা ভোটে কলকাতায় তৃণমূল যে অসাধারণ ফল করে সব আসনে জিতেছিল, এবার পুরভোটে সেই সাফল্যকেও ছাপিয়ে গেল। কিছু ব্যতিক্রমী ওয়ার্ডে ব্যক্তিগত ক্যারিশ্মা ছাড়া বাম-কংগ্রেস-বিজেপিকে কোথাও সেভাবে খুঁজে পাওয়া গেল না।
ভোট শতাংশের হিসেবে বামফ্রন্ট দ্বিতীয় স্থানে থাকল। সেখানে বিজেপি তৃতীয় স্থানে। যদিও বাম-কংগ্রেসের চেয়ে দুটি বেশি ওয়ার্ডে জিতেছে বিজেপি। ৬৫টি ওয়ার্ডে দ্বিতীয় বামফ্রন্টের প্রার্থীরা, ৫৪টি ওয়ার্ডে দ্বিতীয় বিজেপি, ১৫টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে শেষ করেছে কংগ্রেস। সেখানে নির্দল প্রার্থীরা তিনটি ওয়ার্ডে জেতার পাশাপাশি, পাঁচটি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে শেষ করেছে। আরও পড়ুন: তৃণমূলের কলকাতা, নতুন মেয়র শপথ নেবেন ২৪ ডিসেম্বর বেলা ১২ টায়
এক নজরে বিরোধীরা
বিজেপি (৩টি) জয়ী: ২২ নম্বর ওয়ার্ডে জয়ী মীনদেবী পুরোহিত। ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজয় ওঝা। ৫০ নম্বর ওয়ার্ডে জয়ী সজল ঘোষ।
বামফ্রন্ট জয়ী (২টি): ৯২ ও ১০৩ নম্বর ওয়ার্ডে। ৯২ ওয়ার্ডে জিতেছেন সিপিআই প্রার্থী মধুছন্দা দেব। ১০৩ নম্বর ওয়ার্ডে ৮৬ ভোটে জয়ী সিপিএম প্রার্থী নন্দিতা রায়।
কংগ্রেস জয়ী (২ টি): ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী সন্তোষ পাঠক, ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী ওয়াসিম আনসারি।
নির্দল জয়ী (৩টি): ৪৩ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল, ১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী পূর্বাশা নস্কর, ১৩৫ নম্বর ওয়ার্ডে জয়ী রুবিনা নাজ।
বাকি ১৩৪টি ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থীরা