কলকাতা, ২১ ডিসেম্বর: সাতসকালেই শুরু হয়ে গেছে কলকাতা পুরসভার ভোট গণনা। জয়ের পথে ধীরে ধীরে এগিয়ে চলেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই ১০ হাজার ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী দেবাশিস কুমার। মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে জিতলেন ফিরহাদ হাকিম। ৩৭ হাজারেরও বেশি ভোটে জয়ী অনন্যা বন্দ্যোপাধ্যায়।

 

  • ৭২ শতাংশের উপরে ভোট পেয়ে কলকাতা দখল তৃণমূলের।
  • ১৪৪টি কেন্দ্রের মধ্যে তৃণমূলের দখলে ১৩৪। ধারে কাছে নেই বিরোধীরা।
  • তৃণমূলের কলকাতা, নতুন মেয়রের শপথ ২৪ ডিসেম্বর।
  • ৬৮ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুদর্শনা মুখোপাধ্যায়।
  • ৩১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী পরেশ পাল।
  • বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে উচ্ছাসে ফেটে পড়ছে তৃণমূলের সমর্থকরা।
  • ১০১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বাপ্পাদিত্য দাশগুপ্ত।
  • ৭৩ নম্বর ওয়ার্ডে ৬৪৯৩ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়।
  • কংগ্রেস-সিপিএম জোট করেনি বলে দু’টো করে সিট পেয়েছে। জোট করলে এটাও পেত না।
  • পুরভোটে জয়ী তৃণমূলের সব বিধায়ক।
  • এখনও পর্যন্ত কলকাতার পুরভোটে বামেদের দখলে মাত্র দুটি আসন।
  • ১৪১ নম্বর ওয়ার্ডে জয়ী নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর
  • ১৩১ নম্বর ওয়ার্ডে জিতলেন রত্না চট্টোপাধ্যায়।
  • গণতন্ত্রের সবচেয়ে বড় জয়। গণ উৎসবে গণতন্ত্রের জয়। মা মাটি মানুষের কাছে কৃতজ্ঞ। সকলের কাছে মাথা নত করছি। কলকাতা আমাদের গর্ব। আরও ভালোভাবে মানুষের কাজ করব, কলকাতার কাজ করব। কলকাতায় আগামী দিনে পথ দেখাবে। মমতা বন্দ্যোপাধ্যায়।
  • মানুষ আমাদের কাজকে গ্রহণ করেছে। বিজেপি বাম, কংগ্রেস কোথাও নেই। বললেন মমতা
  • তৃণমূলের সুব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে ২৬৬৭ ভোটে হারলেন বামফ্রন্ট প্রার্থী করুনা সেনগুপ্ত। তিনি এই ওয়ার্ডের ২০ বছরের কাউন্সিলর ছিলেন।
  • ১১ হাজার ১৯৬ ভোটে ৯৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের মৌসুমী দাস
  • মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে ফিরহাদ হাকিম।
  • ৭০ নম্বর ওয়ার্ডে জয়ী অসীম বসু।
  • ২৩ নম্বর ওয়ার্ডে জয়ী বিজেপি প্রার্থী বিজয় ওঝা।
  •  ১৩ নম্বর বোরোর সাতটি ওয়ার্ডেই জয়ী তৃণমূল।
  • ১৯৫৭ সাল থেকে  দখলে থাকা ১০নম্বর ওয়ার্ড হাতছাড়া হল বামেদের।
  • লেবুতলায় জয়ী বিজেপি প্রার্থী সজল ঘোষ।
  • মেয়র হওয়ার দৌড়ে এগিয়ে জিতলেন ফিরহাদ হাকিম।
  • ৩৭ হাজারেরও বেশি ভোটে জয়ী অনন্যা বন্দ্যোপাধ্যায়।
  • নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে বচসায় তৃণমূল ও কংগ্রেস সমর্থকরা
  • ৪৫ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের সন্তোষকুমার পাঠক।
  • ৮৮ নম্বর ওয়ার্ডে জিতলেন মালা রায়।
  • জয়ী বিজেপির মিনাদেবী পুরোহিত।
  •  ৫০ নম্বর ওয়ার্ডে ৯৬১ ভোটে এগিয়ে BJP প্রার্থী সজল ঘোষ।
  • ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর ১৯১৯ ভোটে এগিয়ে।
  • ৬২ নম্বর ওয়ার্ডে ১৭ হাজার ভোটে জয়ী সানা আহমেদ।
  • ১৯১৯ ভোটে এগিয়ে ১৪১ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী পূর্বাশা নস্কর ।
  • ২০ হাজারের বেশি ভোটে এগিয়ে ১৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী শেখ মোস্তাক আহমেদ।
  • ৮৩০০ ভোটে এগিয়ে  ১৩৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী শামসুজ্জামান আনসারী।
  • কলকাতা পুরভোটে জয়ের দৌড়ে এগিয়ে রত্না চট্টোপাধ্যায়।
  • জিতলেন ক্ষিতি গোস্বামীর মেয়ে বসুন্ধরা
  • ১৩৫ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী রুবিনা নাজ অষ্টম রাউন্ড শেষে ৪০০-র বেশি ভোটে এগিয়ে।
  • ৪৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী বিমল সিং।
  • ১৩৪ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী নবম রাউন্ড শেষে ২৩ হাজারের বেশি ভোটে এগিয়ে।
  • ৩৭ নম্বর ওয়ার্ডে সাড়ে ৯ হাজার ভোটে জয়ী তৃণমূল প্রার্থী সোমা চৌধুরী।
  • ১১০২ ভোটে ৪১ নম্বর ওয়ার্ডে জয়ী রীতা চৌধুরী।
  • ১১৫ নম্বর ওয়ার্ডে জয়ী রত্না শূর।
  • ৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের প্রবীর কুমার মুখোপাধ্যায়।
  • ৬৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন সাম্মি জাহান বেগম।
  • ৬৩ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী সুস্মিতা  ভট্টাচার্য চট্টোপাধ্যায়।
  • ষষ্ঠ রাউন্ডের শেষে ১১ হাজার ৬০০ ভোটে এগিয়ে ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুশান্ত ঘোষ।
  • ১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায় সপ্তম রাউন্ডের শেষে ৩২ হাজারের বেশি ভোটে এগিয়ে।
  • ১০ হাজার ভোটে জয়ী দেবাশিস কুমার।
  • ১১৭, ১১৮, ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূলের অমিত সিংহ, তারক সিংহ ও কাকলি বাগ।
  • ৮৮ নম্বর ওয়ার্ডে এগিে তৃণমূল প্রার্থী মালা রায়।
  • ১১ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী অতীন ঘোষ।
  • প্রাক্তন ক্রিকেট প্রশাসক বিশ্বরূপ দে এগিয়ে ৪৮ নম্বর ওয়ার্ডে।
  • ৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে পরেশ পাল।
  • ১ হাজার ১২২ ভোটে এগিয়ে কাজরী বন্দ্যোপাধ্যায়।
  • শতকের ঘর পেরিয়ে েগল তৃণমূল কংগ্রেস। ১০৩টি ওয়ার্ডে এগিয়ে শাসকদল। চারটি ওয়ার্ডে এগিয়ে বিজেপি। ২টি করে ওয়ার্ডে এগিয়ে কংগ্রেস ও বামফ্রন্ট। ২টিতে এগিয়ে নির্দল।
  • ৮২ নম্বর ওয়ার্ডে এগিয়ে ফিরহাদ হাকিম।
  • ১০৩ নম্বর ওয়ার্ডে এগিয়ে CPIM প্রার্থী নন্দিতা রায়।
  • ২২ নং ওয়ার্ডে এগিয়ে BJP প্রার্থী মীনাদেবী পুরোহিত।
  • ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রত্না চট্টোপাধ্যায়।
  • হেস্টিংস হাউস গণনাকেন্দ্রে রয়েছেন ফিরহাদ হাকিম।
  • ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনার শুরুতে ইলেকশন ডিউটির গণনা আগে শুরু হয়েছে।
  • ভোট গণনাকে স্বচ্ছ রাখতে গণনাকেন্দ্রের প্রতিটি টেবিলে থাকবে সিসিটিভি ক্যামেরা। সেই সঙ্গে গোটা গণনা প্রক্রিয়াকে ভিডিও ক্যামেরায় ধরা হবে।
  • ১১টি কেন্দ্রে চলছে ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা।
  • গত পুরভোটে বিরোধীরা ৩০টি আসনে পেলেও এবার অন্তত ১৫ আসনের দাবিদার।
  • চলতি পুরভোটের ফলাফল ঘোষণার আগেই ১৩৪টি আসনে জয়ের দাবি করেছে তৃণমূল কংগ্রেস।
  • কলকাতা পুরভোটে মোট প্রার্থী ৯৫০ জন। মোট ভোটার ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫৭।
  • সর্বনিম্ন ১৩ রাউন্ড আর সর্বোচ্চ ১৬ রাউন্ড