Sandip Ghosh (Photo Credit: X/PTI)

আরজি কর কাণ্ডের অন্যতম অভিযুক্ত প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ (Sandip Ghosh) ও তাঁর পরিবারের বিরুদ্ধে উঠল অবৈধ নির্মানের অভিযোগ। জানা গিয়েছে, বেলেঘাটায় তাঁর যে বাড়ি রয়েছে, সেখানে কিছু অবৈধ নির্মান করেছিল সন্দীপ ঘোষ এবং তাঁর পরিবার। এবার সেই সংক্রান্ত অভিযোগ পেতেই পুরসভার পক্ষ নেওয়া হল পদক্ষেপ। ইতিমধ্যে তাঁর বাড়িতে নোটিশ পাঠিয়েছে কলকাতা পুরনিগমের বিল্ডিং বিভাগ। জানা যাচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর সন্দীপ ঘোষের স্ত্রী ও পরিবারের লোকজনকে তলব করা হয়েছে। সূত্রের খবর, গত ১১ সেপ্টেম্বর আরজি করের প্রাক্তন অধ্যক্ষের এক প্রতিবেশী পুরসভায় অভিযোগ দায়ের করেছিল।

জানা যাচ্ছে, পুরসভার নিয়ম না মেনে বাড়ির চারপাে ৪ ফুট জায়গা না ছেড়ে বাড়ি করেছিলেন সন্দীপ ঘোষ। এই অভিযোগের কারণেই ৩০ সেপ্টেম্বর তলব করা হয়েছে সন্দীপের স্ত্রী সঙ্গীতা ঘোষ ও অনান্যদের। একই সঙ্গে চলতি মাসের মধ্যেই পুরনিগমের বরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা বাড়িটি খতিয়ে দেখবে। আদৌ কী কোনও অবৈধ নির্মান হয়েছে কিনা, তা দেখে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট বিল্ডিং বিভাগে জমা পড়বে। সেই রিপোর্ট আবার পাঠানো হবে ডিজির কাছেও। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে অবৈধ নির্মান হয়ছিল কিনা।

প্রসঙ্গত, বর্তমানে আরজি কর হাসপাতালে দুর্নীতি ও ধর্ষণ কাণ্ডে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে জেলবন্দি রয়েছেন সন্দীপ। গত ৯ অগাস্ট আরজি করের সেমিনার হল থেকে উদ্ধার হয় এক জুনিয়র মহিলা চিকিৎসকের মৃতদেহ। তদন্তে জানা যায়, ওই তরুণীকে ধর্ষণ করে খুন করা হয়ছিল। এই কাণ্ডের পরেই অভিযোগের আঙুল ওঠে সন্দীপ ঘোষের বিরুদ্ধে। অবশেষে চলতি মাসে এই মামলায় গ্রেফতার করা হয় তাঁকে।