কিডনি সংক্রান্ত রোগের চিকিৎসা করতে বড়সড় পদক্ষেপ কলকাতা মেট্রোর (Kolkata Metro)। নেফ্রো কেয়ার ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে কলকাতা এবার চালু হল কলকাতা মেট্রোর হাসরপাতাল। যেখানে উন্নত প্রযুক্তির সঙ্গে সাধারণ মানুষের নাগালের মধ্যে যাতে চিকিৎসা পরিষেবা দেওয়া যায়, সেই কথা মাথায় রেখেই তৈরি হয়েছে তপন সিনহা মেমোরিয়াল হাসপাতাল। ৭৯ তম স্বাধীনতা দিবসের আগে এমনই ঘোষণা করল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেফ্রোলজিস্ট ডঃ প্রতীম সেনগুপ্ত।
কী বার্তা দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ?
হাসপাতালের তরফে জানানো হয়েছে, কলকাতায় এই প্রথম এত উচ্চমানের কিডনি চিকিৎসার জন্য হাসপাতাল তৈরি হয়েছে, তাও আবার সাধারণ মানুষের নাগালের মধ্যে দেওয়া হবে এই পরিষেবা। এতে উপকৃত হবে অসংখ্য মানুষ। ভবিষ্যতে এই ধরনের হাসপাতাল আরও তৈরি হলে উপকৃত হবেন নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষজন।
উপকৃত হবেন ১০ লক্ষ রোগী
জানা যাচ্ছে, ডঃ প্রতীম সেনগুপ্তের লক্ষ্য এই ধরনের হাসপাতালের মাধ্যমে ভবিষ্যতে দেশজুড়ে ৩৫০ অ্যাডভান্স রেনাল কেয়ার ইউনিট খোলা হবে। যার জেরে উপকৃত হতে চলেছেন কমপক্ষে ১০ লক্ষ রোগী।