Khardaha Murder Case: পরকীয়ার চরম পরিণতি, স্ত্রী এবং দুই সন্তানকে কুপিয়ে খুন করে নিজে আত্মঘাতী খড়দহের ব্যবসায়ী
প্রতীকী ছবি (Photo Credits: IANS)

খড়দহ, ১৯ নভেম্বরঃ নিমেষে শেষ একটা গোটা পরিবার। শিউরে ওঠার মত ঘটনা উত্তর ২৪ পরগণার খড়দহে (Khardaha)। স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা জানতে পেরে তাঁকে খুন করলেন স্বামী। কেবল স্ত্রীকেই নয়। নিজের দুই ছেলে মেয়েকেও নিজের হাতে কুপিয়ে খুন করে আত্মঘাতী হয়েছেন ওই ব্যক্তি। একসঙ্গে পরিবারের চার দেহ উদ্ধার ঘিরে খড়দহের এমএস মুখার্জি রোড এলাকায় ব্যাপক চাঞ্চল্য।

মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্রে খবর, স্ত্রী, আট বছরের ছেলে আর বছর চোদ্দর মেয়েকে নিয়ে খড়দহের বাড়িতে থাকতেন বৃন্দাবন কর্মকার নামের ওই ব্যক্তি। পেশায় একজন কাপড় ব্যবসায়ী। রবিবার তাঁদের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চারজনের রক্তাক্ত দেহ। মৃতদেহের পাশ থেকে মিলেছে একটি চিরকুট। আর তা ঘিরেই তৈরি হয়েছে রহস্য। স্ত্রীর অবৈধ সম্পর্কের কথা ওই কাগজে লিখেছেন বৃন্দাবন। স্ত্রীর পরকীয়া মেন নিতে না পেরেই এই খুন, এমনটাই অনুমান করছে পুলিশ। তবে ওই চিরকুটের হাতের লেখা আদেও মৃত বৃন্দাবনের কিনা তা পরীক্ষা করে তারপর নিশ্চিত করে বলা যাবে।

চিরকুটে আরও উল্লেখ, স্ত্রীকে অবৈধ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে একাধিক বার বলেছিলেন তিনি। কিন্তু তাঁর স্ত্রী সেই সম্পর্ক থেকে বেরোতে পারেননি। পরিণতি নিশ্চিহ্ন হয়েছে গোটা পরিবার। স্ত্রী এবং দুই ছেলে মেয়েকে খুনে ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছে। এক প্রতিবেশী জানিয়েছেন, বৃহস্পতিবার রুটি কিনতে বেরিয়েছিলেন বৃন্দাবনবাবু। সেই সময়ে তাঁকে শেষবার দেখা গিয়েছে। আর তারপর এই কাণ্ড। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ থানার পুলিশ।