Kalyani ITI More Luminous Club Puja 2025: এবারও দুর্গাপুজোয় কলকাতার পাশাপাশি বড় চমক নিয়ে হাজির নদিয়ার স্যাটেলাইট টাউন কল্য়াণী। পুজো এখন চমকের ডেস্টিনেশন হয়ে দাঁড়িয়েছে কল্যাণী। গত কয়েক বছর ধরেই কল্যাণীর দুর্গাপুজোর মণ্ডপগুলিতে বেশ ভিড় হচ্ছে। আর এখানকার দুর্গাপুজো মানেই কল্য়াণী আইটিআই মোড়ের লুমিনাস ব্যবসায়ী ক্লাবের পুজো। আয়োজকদের দাবি, এবার তাদের পুজো মণ্ডপের উচ্চতা প্রায় ১৭০ ফুট। কল্যাণী আইটিআই মোডে এবার বৌদ্ধ মন্দিরের আদলে মণ্ডপ সাজানো হয়েছে। মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে। মন্ডপের সঙ্গে প্রতিমার অঙ্গেও প্রায় ৮০ কিলোগ্রাম সোনা ব্যবহার করা হয়েছে, যা আরও আকর্ষণ যোগ করেছে। এবার কল্যাণী লুমিনাস ক্লাব ব্যবসায়ী সমিতির পুজোর ৩৩তম বছর। এবছর মণ্ডপের থিম একেবারেই ভিন্ন ও অভিনব।
দেখুন আইটিআই মোড়ের পুজো
Kolkata celebrates; Maa blesses!
The magic of #DurgaPuja2025 at Kalyani ITI More. pic.twitter.com/fSsZUv1qNs
— Pratima Chauhan (@Pratimach_98) September 26, 2025
মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি আকাশছোঁয়া এই মণ্ডপের উচ্চতা দর্শনার্থীদের নজর কাড়ছে। মণ্ডপের বাইরের অংশ ধবধবে সাদা ফাইবার ও প্লাই দিয়ে সাজানো হচ্ছে। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় মণ্ডপের সাজে নতুন মাত্রা এসেছে। মণ্ডপের ভেতরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হচ্ছে পাটকাঠি, কদবেল, পাহাড়ি ফল-ফুলসহ নানা উপকরণ। এগুলোর উপর বার্নিশ করা হচ্ছে এবং হস্তশিল্পের কাজ করা হচ্ছে। চলতি বছর বুদ্ধ পূর্ণিমার দিনেই কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাব ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর মণ্ডপের খুঁটি পুজো হয়েছিল।
কল্যাণীর আইটিআই মোডের পুজো
পুজো শুরুর মাস চারেক আগে থেকে এই মণ্ডপ তৈরির কাজ শুরু হয়। মণ্ডপ তৈরিতে পাটকাঠি থেকে, চামচ, বেলের খোল ব্যবহার করে গৌতম বুদ্ধের বিভিন্ন রূপের শিল্পকার্য তুলে ধরা হয়েছে। মণ্ডপের বড় আকর্ষণ বিশেষ ধরনের কৃত্রিম আলো। রাতে বিশেষ ধরনের কৃত্রিম আলোয় এই মণ্ডপ দেখার একটা আলাদা অনুভূতি তৈরি করছে। চতুর্থীর রাত থেকেই কল্য়াণীর আইটিআই মোড়ের পুজোয় দর্শনার্থীদের ঢল নামতে শুরু করেছে।