Voting. (Photo Credits:X)

Kaliganj Bypoll 2025: আগামী ১৯ জুন কৃষ্ণনগরের কালীগঞ্জে বিধানসভায় উপনির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে। তার আগে রাজ্যের সব বড় দলই প্রার্থীদের নাম ঘোষণা করল। তৃণমূলের বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (লাল)-এর মৃত্যুতে খালি হয়ে যায় আসনটি। উপনির্বাচনে সবার আগে তৃণমূলই তাদের প্রার্থীর নাম ঘোষণা করে। প্রয়াত বিধায়ক নাসিরুদ্দিনের মেয়ে আলিফা আহমেদ (Alifa Ahamed)-কে কালীগঞ্জে দাঁড় করিয়েছে তৃণমূল।অন্যদিকে, গত বিধানসভা ভোটে ৪৭ হাজার ভোটে হারা এই আসনে বিজেপি প্রার্থী করেছে আশিস ঘোষ ()-কে। বামেদের সঙ্গে জোট গড়ে লড়ে কংগ্রেস নদিয়ার কালীগঞ্জের উপনির্বাচনে প্রার্থী করেছে কাবিলউদ্দিন শেখ ( Kabil Uddin Sheikh)-কে।

আপাতত প্রচারে এগিয়ে তৃণমূল

তৃণমূল প্রার্থী প্রচারে ঝড় তুলে যখন মনোনয়ন জমা দিয়ে ফেলছেন, তখন কিছুটা দেরিতে নির্বাচনী যুদ্ধে নামছে বিজেপি। তবে বিজেপির আশা শেষবেলায় প্রচারে ঝড় তুলে কালীগঞ্জে অঘটন ঘটানো যাবে।

লোকসভার পর রাজ্যের ১০টি আসনের উপনির্বাচনে সব কটিতেই জিতেছে তৃণমূল

গত বছর লোকসভা ভোটে বাংলায় তৃণমূলের দারুণ ফলের পর রাজ্যে মোট ১০টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়। সেই দশটি আসনেই উপভোটে জেতে তৃণমূল। গত কয়েক মাসে বাংলার উপনির্বাচনে বিরোধীরা খাতা খুলতে পারেনি। মাদারিহাট, বাগদা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ-এর মত বিজেপির নিশ্চিত আসনেও উপভোটে ফুটেছে জোড়াফুল। মানিকতলা, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, সিতাই আসনে বড় ব্যবধানে ধরে রাখে রাজ্যের শাসক দল। রাজ্যে নিয়োগ দুর্নীতি, অপরাশেন সিঁদুরের পর বাংলায় এসে নরেন্দ্র মোদীর প্রচার, রাজ্যে বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের জয়রথ বিরোধীরা থামাতে পারেন কি না সেটাই দেখার।

এক নজরে কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন-

উপনির্বাচনের ভোটগ্রহণ-

আগামী ১৯ জুন।

ফল ঘোষণা

২৩ জুন

কেন হচ্ছে উপনির্বাচন

গত পয়লা ফেব্রুয়ারিতে ৭০ বছর বয়েসে প্রয়াত হন তৃণমূল বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ (লাল)। ২০১১ বিধানসভা ভোটে পেশায় আইনজীবী নাসিরুদ্দিন কালীগঞ্জে প্রথম বার তৃণমূলের টিকিটে জিতে বিধায়ক হন। তবে ২০১৬ নির্বাচনে কংগ্রেসের প্রার্থী শেখ হাসানুজ্জামানের কাছে পরাজিত হন। তবে ২০২১ বিধানসভা ভোটে আবার টিকিট পেয়ে কালীগঞ্জ থেকে বিধায়ক হন নাসিরুদ্দিন।

কালীগঞ্জ উপনির্বাচনে প্রার্থীরা

আলিফা আহমেদ (তৃণমূল)

আশিস ঘোষ (বিজেপি)

কাবিল উদ্দিন শেখ ( কংগ্রেস)

প্রচারে কারা এগিয়ে-

তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ ইতিমধ্যেই মনোনয়ন জমা দিয়েছেন। এলাকার দেওয়াল লিখন, পোস্টার প্রচারে অনেকটা এগিয়ে তৃণমূল। সাংগঠনিক দিক থেকে বিজেপিকে টেক্কা দিচ্ছে দিদির দল। তৃণমূলের একমাত্র কাঁটা গোষ্ঠীদ্বন্দ্ব। বিজেপির অনেক সমস্য়ার একটা হল সংগঠনের ছন্নছাড়া দশা। ২০১৬ নির্বাচনের মত চমক দিতে চাইলেও কংগ্রেসের ক্ষমতা সীমিত

অঙ্কের বিচারে কারা এগিয়ে-

চার বছর আগে ৪৭ হাজার ভোটে জয়, লোকসভায় ৩৩ হাজারের লিড।  তৃণমূল অঙ্কের বিচারে অনেকটা এগিয়ে।

২০২৪ লোকসভা ভোটে কালীগঞ্জ কেন্দ্রের ফল-

তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র কালীগঞ্জ থেকে প্রায় ৩৩ হাজার ভোটের লিড পেয়েছিলেন।

২০২১ বিধানসভার ফল

নাসিরুদ্দিন আহমেদ (তৃণমূল): ১ লক্ষ ১১ হাজার ৬৯৬ (৫৩.৩৫%)

অভিজিত ঘোষ (বিজেপি): ৬৪ হাজার ৭০৯ (৩০.৯১%)

আব্দুল কাশেম (কংগ্রেস): ২৫ হাজার ৭৬ (১১.৯৮%)

সুজাতা মণ্ডল (বিএসপি): ১ হাজার ৫৬৭ (০.৭৫%)

ফল- তৃণমূল কংগ্রেস জয়ী ৪৬ হাজার ৯৮৭ ভোটের ব্যবধানে