সকাল সাতটায় শুরু হওয়া কালীগঞ্জ উপনির্বাচনে ভোটদানের হারে খুব বেশি গতি ধরা পড়ল না। বৃহস্পতিবার সকাল ন’টা পর্যন্ত সেখানে ভোটদানের হার ছিল ১০.৮৩%। সকাল ১১ টাতেই সেই হারে খুব বেশি পরিবর্তন হল না। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী কালীগঞ্জে সকাল ১১টা অবধি ভোটদানের হার ৩০ দশমিক ৬৪ শতাংশ।
Polling percentage till 11 am in Assembly by-polls: Visavadar: 28.15%, Kadi: 23.85%, Nilambur: 30.15%, Ludhiana West: 21.51% and j: 30.34%
Source: Election Commission of India pic.twitter.com/tfVRlqe9ik
— ANI (@ANI) June 19, 2025
প্রতি দু’ঘণ্টায় ভোটদানের হার প্রকাশ করবে নির্বাচন কমিশন। তবে বৃষ্টি একটু কমতেই কালীগঞ্জ বিধানসভার একাধিক বুথে ভোটারদের লাইন দেখা যায়। এদিন সকাল থেকে কালীগঞ্জের বিভিন্ন বুথে মহিলাদের ভিড় দেখা গিয়েছে।
উল্লেখ্য, তৃণমূলের বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদের মৃত্যুতে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর প্রায় চার মাস বিধায়কহীন রয়েছে কালীগঞ্জ।
কালীগঞ্জে এবার তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রয়াত বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের কন্যা আলিফা আহমেদকে। আলিফা এর আগে কালীগঞ্জ থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ময়দানে আছেন বিজেপির আশিস ঘোষ এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিলউদ্দিন আহমেদ।