TMC's Alifa Ahmed leads(Photo Credit: X@thenewsdrum)

প্রবল বৃষ্টির মধ্যেই সোমবার সকালে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে। পানিঘাটা ইউডিএমআই হাই স্কুলে ১৪টি টেবিলে মোট ২৩ রাউন্ড গণনার পর চূড়ান্ত ফল ঘোষণা হবে।  উল্লেখ্য তৃণমূলের বিধায়ক নাসিরুদ্দিন (লাল) আহমেদের মৃত্যুতে নদিয়ার কালীগঞ্জে উপনির্বাচন হয়। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বাড়িতেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর মৃত্যুর পর প্রায় চার মাস বিধায়কহীন ছিল কালীগঞ্জ। গত বৃহস্পতিবারে বেশ ভালোই সাড়া পাওয়া গিয়েছিল ভোটদানে। পানিঘাটা ইউডিএমআই হাই স্কুলে এখনও অবধি নদীয়ার কালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে দশম রাউন্ড গণনার শেষে তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ 26494 ভোটে এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেসের আলিফা আহমেদ পেয়েছেন 47079 টি ভোট। বিজেপির আশীষ ঘোষ পেয়েছেন 20585 টি ভোট।বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী কাবিল উদ্দিন শেখ পেয়েছেন 16566 টি ভোট।

নোটায় ভোট পড়েছে 1080 টি।

 

 অশান্তি এড়াতে এবার গণনাকেন্দ্রে আঁটোসাঁটো নিরাপত্তার বন্দোবস্ত রাখা হয়েছে। কমিশন সূত্রে জানা গেছে, মোবাইল বা ক্যামেরা নিয়ে গণনাকেন্দ্রে প্রবেশ নিষিদ্ধ। শুধুমাত্র কাগজ এবং কলম নিয়ে প্রবেশের অনুমতি। সাংবাদিকদের জন্য তথ্য ও সংস্কৃতি দফতরের তত্ত্বাবধানে নির্দিষ্ট পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ছবি তোলার অনুমতি থাকবে। গণনা কেন্দ্রে থাকছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা। ঢোকার মুখে অর্থাৎ গণনা কেন্দ্রের বাইরে থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী। থাকছে লাঠিধারী পুলিশ, কমব্যাট ফোর্স ও র‍্যাফ। দ্বিতীয় স্তরে থাকছে রাজ্যের সশস্ত্র পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তৃতীয় স্তরে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী।