Kali Puja 2025. (Photo Credits:X)

Kali Puja 2025: কালী বন্দনায় মেতেছে গোটা বাংলা। কলকাতা থেকে বারাসাত, নৈহাটি থেকে হুগলি। বর্ধমান থেকে বীরভূম। সর্বত্র চলছে কালীপুজোর আয়োজন। পাড়ায় পাড়ায় চলছে পুজোর প্রস্তুতি। বাজছে শ্যামাসঙ্গীত। আতসবাজীর আলোয় গোটা বাংলা আজ রঙীন। ফুলঝুরি, তুবড়ি, চরকি, রঙমশালের আলোয় দারুণ দেখাচ্ছে শহরকে। পাশাপাশি বাড়িতে বাড়িতে জ্বলছে নানা ধরনের আলো। কলকাতা শহরের কোনও বাড়িতে আলো জ্বলছে না, তেমনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনও পর্যন্ত কলকাতায় শব্দবাজির দাপট গতবারের তুলনায় কম। তবে রাত হলে শব্দবাজির দাপট বাড়ে, তাই এখন এই বিষয়ে কিছু বলা যাবে না। কালীপুজোর এই সন্ধ্যায় ভারী মায়াবী দেখাচ্ছে শহর কলকাতাকে। শহর এখন আলোর জোয়ারে ভেসে গিয়েছে। কালীপুজোর জন্য বিখ্যাত বারাসাত, নৈহাটিও উৎসবের আমেজে গা ভাসিয়েছে।

কালীঘাট, দক্ষিণশ্বরে ভক্তদের ঢল

কালীঘাট, দক্ষিণেশ্বর, তারাপীঠ, নৈহাটির বড় মা-বাংলার বিভিন্ন কালী তীর্থক্ষেত্রে চলছে পুজোর প্রস্তুতি। ভক্তদের রেকর্ড জনসমাগম দেখা যাচ্ছে এইসব জায়গায়। কোনওরকম অপ্রীতকর পরিস্থিতি ও আইনশৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রুখতে রাস্তায় নেমেছে পুলিশ। তৈরি রয়েছে দমকল বাহিনি। সাধারণ মানুষদের আতসবাজি পোড়ানোর সময় সতর্কতা অবলম্বন করার আবেদন করা হচ্ছে।

দক্ষিণেশ্বরে চলছে কালীপুজো

চেতলা, বেহালায় দারুণ কালীপুজো হয়েছে এবারও

দক্ষিণ কলকাতার চেতলা, বেহালায় এবারও কালীপুজোয় দারুণসব মণ্ডপ ও প্রতিমা দেখা যাচ্ছে। ফাটাকেস্টর কালীপুজো থেকে ঠনঠনিয়া কালীবাড়ির ঐতিহ্যবাহী পুজো কিংবা কেওড়াতলা মহাশ্মশানের কালীপুজো দেখার ভিড় শুরু হয়ে গিয়েছে। বেহালার শ্রী সংঘ, কলেজ মাঠের পুজো ও বেহালা ছাতাপার্ক-এই তিন কালীপুজোয় এবারও দারুণ হয়েছে। কলেজ স্কোয়ার ও হাজার হাত কালী মন্দির ঐতিহ্যবাহী পূজা ও পুরনো কলকাতার সংস্কৃতির প্রতীক। শোভাবাজার রাজবাড়ি কালীপুজো রাজবাড়ির ঐতিহ্য ও পুরনো কলকাতার সংস্কৃতির প্রতীক। নিউ টাউন কালীপুজো আধুনিক থিমভিত্তিক সজ্জা ও সাংস্কৃতিক পরিবেশনার জন্য পরিচিত।

শহরের রাস্তায় আলোর জোয়ার

নৈহাটির বড় মা কালী দেখতে জনতার ঢল

নৈহাটির বড়মা কালীপুজোয় এবারও মানুষের ঢল। প্রতি বছর এখানে ২২ ফুট উচ্চতার একটি কালীমূর্তি প্রতিষ্ঠিত হয়, যা ১২ কেজি সোনালী ও ২০০ কেজি রূপালী অলঙ্কারে সজ্জিত। এই অলঙ্কারগুলি শতবর্ষ ধরে স্থানীয় জনগণের দানে সংগৃহীত। ২০২৫ সালে, বড়মা মন্দিরের নতুন মূর্তি "কাশী পাথর"-এ নির্মিত হয়েছে, যা রাজস্থানের শিল্পী দ্বারা তৈরি। এই মূর্তির পেছনে ৩৫ কেজি রূপালী চিত্রকর্ম স্থাপন করা হয়েছে। নতুন মূর্তির প্রতিষ্ঠা উপলক্ষে একটি বিশাল যজ্ঞ অনুষ্ঠিত হয়, যেখানে ৫০ কেজি বেলপাতা ব্যবহার করা হয়।

বারাসতের সেরা দশ কালীপুজো

এবারও বারাসাতের কালীপুজোকে ঘিরে দর্শনার্থীদের উতসাহ তুঙ্গে। রেকর্ড জনসমাগম হয়েছে সেখানে। শহরের বিভিন্ন ক্লাব ও পাড়া থিমভিত্তিক মণ্ডপ সাজিয়েছে। এই বছর বারাসাতের সেরা দশ কালীপুজো হল: পাওনিয়ার অ্যাথলেটিক ক্লাব, কেএনসি রেজিমেন্ট, নবপল্লী অ্যাসোসিয়েশন, নবপল্লী আমরা সবাই, সন্ধানী ক্লাব, বালকবৃন্দ স্পোর্টিং ক্লাব, বিদ্রোহী স্পোর্টিং ক্লাব, রাইজিং স্টার/কিশোর স্পোর্টিং ক্লাব, ছাত্রদল ক্লাব এবং জাগৃতি ক্লাব। প্রতিটি মণ্ডপ আলোকসজ্জা, শ্যামাসঙ্গীত এবং ভক্তির মাধ্যমে ভক্তদের মুগ্ধ করছে।

কালীপুজো ২০২৫-এর নির্ঘণ্ট

অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, ২০২৫, দুপুর ৩:৪৪

অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, ২০২৫, বিকেল ৫:৫৪

নিশীথকাল (কালীপুজোর প্রধান মুহূর্ত): ২০ অক্টোবর, রাত ১১:৪১ থেকে ২১ অক্টোবর, রাত ১২:৩১ (মোট সময়: ৫০ মিনিট)

পুজোর প্রধান মুহূর্ত বা নিশীথকাল হবে রাত ১১টা ৪১ মিনিট থেকে পরবর্তী দিনের ১২টা ৩১ মিনিট পর্যন্ত।

সকাল থেকে দুপুর পর্যন্ত শুরু হয় ব্রহ্মমুহূর্ত এবং সন্ধ্যার দিকে পূজা ও সান্ধ্যকালীন আরতি অনুষ্ঠিত হয়। রাতের নিশীথকালই কালীপুজোর মূল সময়, যখন মায়ের মূর্তিতে অর্পণ, প্রদীপপ্রজ্বালন, ফুল, মিষ্টি ও শ্যামাসঙ্গীতের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হয়।

কালীপুজোর মূল আচার-অনুষ্ঠান

প্রধান পুজো (নিশীথকাল): মায়ের মূর্তিতে অর্পণ, দীপ, মিষ্টান্ন, ফুল ও মিষ্টির সঙ্গে পুজো।

প্রদীপ প্রজ্বালন: বাড়ি ও মন্দিরে প্রদীপ ও বাতি জ্বালিয়ে অন্ধকার দূরীকরণ।