
মার্চের শেষ থেকেই তীব্র গরমে পুড়ছে উত্তরপ্রদেশের বারাণসী। আর এখানেই রয়েছে হিন্দু ধর্মের পবিত্র তীর্থস্থান কাশী বিশ্বনাথ। প্রতিবছর চৈত্র ও বৈশাখ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থী কাশী বিশ্বনাথে আসেন পুণ্য লাভের আশায়। গ্রীষ্মের কাঠফাটা রোদ্দুরে সান স্ট্রোক বা হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যায়। এই প্রখর গ্রীষ্মে দর্শনার্থীরা মহাদেবের দর্শন পেতে গিয়ে যেন অসুস্থ হয়ে না পড়েন সেই ক্ষেত্রে মন্দিরের কর্তৃপক্ষের তরফ থেকে পুণ্যার্থীদের জন্য মন্দিরে তৈরি হয়েছে অস্থায়ী ছাউনি।
#WATCH | Varanasi, Uttar Pradesh: Sheds have been installed on the premises of Shri Kashi Vishwanath Temple to provide the devotees relief from the sun pic.twitter.com/Vf18getZjx
— ANI (@ANI) March 25, 2025
শিবের প্রধান মন্দির গুলির মধ্যে অন্যতম বিশ্বনাথ মন্দির। ভক্তরা বিশ্বাস করেন এই মন্দিরে স্বয়ং বিরাজ করে দেবাদিদেব মহাদেব। তাই সারা বছর কাশী বিশ্বনাথ মন্দিরে মহাদেবের দর্শন পেতে পড়ে লম্বা লাইন। এই লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার জন্য ভক্তদের সান স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তা ঠেকাতেই মন্দির চত্বরের কোনও ফাঁকা অংশে যাতে রোদের ছটা না আসে তাই করা হয়েছে ছাউনির ব্যবস্থা।এছাড়া তীব্র গরমের হাত থেকে দর্শনার্থীদের রক্ষা করতে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন মন্দিরের মধ্যে জলের কুলার, ভেজা পাটের মাদুর ও মন্দির চত্বরে ছায়ার জন্য র ব্যবস্থা করেছে। মন্দিরের কাছাকাছি বাড়ানো হয়েছে অ্যামবুলেন্স পরিষেবা। কোন কারণে গরমের চোটে কোন ভক্তই যাতে মাথা ঘুরে পড়ে না যায় সেই জন্য জায়গায় জায়গায় করা হয়েছে পানীয় জলের ব্যবস্থা।