Metro Route (Photo Credits: X)

কবি সুভাষ ষ্টেশনের আপ প্লাটফর্মের কলামে ফাটলের কারণে অনির্দিষ্টকালের জন্য কবি সুভাষ স্টেশন বন্ধের সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। ফলে আপাতত শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলবে মেট্রো। যার ফলে বৃষ্টি ও জমা জলে জেরবার কলকাতায় আরও ভোগান্তির আশঙ্কায় নিত্য যাত্রীরা।

গত ২৮ জুলাই (সোমবার) বেলা ১ টা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহিদ ক্ষুদিরামে পৌঁছেই থমকে যায়। তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি। পরবর্তীতে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয়। তবে শহিদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হচ্ছিল রেক। ফাঁকা রেক পাঠানো হচ্ছে কবি সুভাষে।এরপর কলকাতা মেট্রো রেলের তরফে গতকাল সন্ধ্যায় এক বিবৃতিতে জানানো হয় ভারী বৃষ্টিপাতজনিত কারণে এই ধরনের ফাটল হতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই কবি সুভাষ ষ্টেশনে যাত্রী নিয়ে কোনো ট্রেন যাবে না এবং যাত্রী নিয়ে ওই স্টেশন থেকে কোনো ট্রেন ছাড়বে না, তবে রক্ষণাবেক্ষণের জন্য খালি রেক কবি সুভাষ অবধি যেতে পারে বলে মেট্রোর ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ভারী বৃষ্টির জেরে কবি সুভাষ মেট্রো স্টেশনের স্তম্ভে যে ফাটল দেখা দিয়েছে তার ফলে এখনই পরিষেবা চালু করা সম্ভব নয় বলে মত রেল কর্তৃপক্ষের।তবে  কতদিনে মেরামতির কাজ শেষ করে পরিষেবা চালু হবে, তা জানাতে পারেনি কর্তৃপক্ষ।