কলকাতা, ১৪ সেপ্টেম্বর: কাটছে না জট। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কালীঘাটের বাড়ির বৈঠকেও জট। মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে অপেক্ষা করতে থাকেন প্রতিবাদকারী জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক লাইভ স্ট্রিমিং করতে হবে এমন দাবি তুলতে থাকেন জুনিয়র ডাক্তাররা। আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না। স্বাস্থ্যভবনের সামনে ধরনাস্থলে এমন আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। জট ছাড়াতে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর কালীঘাটের বাড়িতে জুনিয়র ডাক্তারদের ডাকেন মুখ্যমন্ত্রী।
নবান্ন নয়, আজই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাসভবনে হতে চলেছে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক। রাজ্যের স্বাস্থ্য দফতরের অচলাবস্থা কাটাতে এবং জুনিয়র ডাক্তার-দের কর্মবিরতি তুলে নেওয়ার জন্য সন্ধে ৬টার মধ্যে কালীঘাটের বাড়িতে ১৫ জন সদস্যের প্রতিনিধি দলকে আহ্বান করলেন মুখ্যমন্ত্রী। যদিও চিকিৎসকদের দাবির মধ্যে অন্যতম ছিল যে ৩০ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করতে হবে। ফলে সেই দাবি নিয়েই এদিন মুখ্যমন্ত্রীর আহ্বান মেলের উত্তরে আন্দোলনকারীরা জানান, ১৫ জন নয়, ৩০ জনই কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এই ৩০ জনই বৈঠকে থাকবেন। ইতিমধ্যেই তাঁরা স্বাস্থ্য ভবন থেকে বাসে করে কালীঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে চিকিৎসকদের মতে, রাজ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে কেন কালীঘাটকে বেছে নেওয়া হল? কারণ তাঁরা আশা করেছিলেন এই বৈঠক নবান্নে হবে। আরও পড়ুন-বাস থেকে নামলেন, কালীঘাটে এলেন চিকিৎসকদের প্রতিনিধি দল, বৈঠক ঘিরে জল্পনা তুঙ্গে
যদিও এই আহ্বানের পর চিকিৎসকদের তরফ থেকে জানানো হয়েছিল যে তাঁদের যেখানেই ডাকা হবে তাঁরা সেখানে গিয়েই বৈঠকে বসতে প্রস্তুত। ফলে বৈঠকটাই মূল উদ্দেশ্য এবং তাঁদের দাবিগুলি যেন মানা হয়, সেই বিষয়ে এখনও তাঁরা অনড়। এদিন কালীঘাটের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে প্রতিনিধি দলের এক সদস্য জানিয়েছেন. আমাদের দাবি ন্যায্য। সেখান থেকে একচুলও সড়া যাবে না। আমাদের মাথায় হাত বুলিয়ে, ভয় দেখিয়ে কিচ্ছু বোঝানো যাবে না। আমাদের দাবি প্রতিষ্ঠিত করাতেই হবে।