লালবাজারের (Lalbazar) সামনে থেকে ধর্না মঞ্চ উঠলেও তাঁদের আন্দোলন জারি থাকবে। মঙ্গলবার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের (Vineet Goyal) সঙ্গে দেখা করে লালবাজার থেকে বাইরে বেরিয়ে এমনটাই জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের প্রতিনিধি দল। সোমবার সারারাত ফিয়ার্স লেনের রাস্তায় নিজেদের অবস্থানে অনড় ছিল আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুরে ব্যারিকেট সরিয়ে তাঁদের আরও ১০০ মিটার এগোনোর অনুমতি দেয় পুলিশ। সেখান থেকে ২২ জনের প্রতিনিধি দল লালবাজারের ভিতরে বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে যায়। চলে লম্বা আলোচনা। প্রায় দেড় ঘণ্টা পর বের হন তাঁরা।
কলকাতা পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত গোয়েলের (Vineet Goyal) পদত্যাগের দাবির পাশাপাশি আরও কিছু দাবি স্মরকলিপি আকারে জমা দিয়েছে আন্দোলনকারীদের প্রতিনিধি দল। তবে লালবাজারের ভিতর সিপি-র সঙ্গে দেড় ঘণ্টার আলোচনা চললেও মেলেনি কোন সদুত্তর। পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট নয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদল। তাই তাঁরা স্পষ্ট জানিয়ে দিলেন, লালবাজারের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হলেও তাঁদের আন্দোলন একই ভাবেই চলবে।
কী বললেন আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলের সদস্য...
#WATCH | Kolkata, West Bengal: "... We asked the CP if he was satisfied with his work. He said that he is satisfied with his work but if the higher authorities consider our deputation and remove him from his position and send him somewhere else, then he will accept that… pic.twitter.com/Cp2PkJs6SH
— ANI (@ANI) September 3, 2024
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের প্রতিনিধিদলের এক সদস্য জানালেন, ১৪ অগাস্ট রাতে নিরাপত্তা দেওয়ার কাজে চরম ব্যর্থ পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তাঁর পদত্যাগের দাবিতে লালবাজার অভিযানের (Lalbazar Abhijan) এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। কিন্তু সিপি পালটা জবাবে তাঁদের বলেন, তিনি নিজের কাজে সন্তুষ্ট। তবে তাঁর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি তাঁর কাজ ব্যর্থ মনে করে তাঁকে সরিয়ে দেন সেই নির্দেশ তিনি মেনে নেবেন।