বহরমপুর, ২৮ এপ্রিলঃ সকল রাজনৈতিক দলের এখন পাখির চোখ চব্বিশের লোকসভা নির্বাচন (Lok Sabha Elections 2024)। ভোটপ্রচারের উদ্দেশ্যে বিজেপির শীর্ষস্থানীয় নেতারা একে একে ঘুরে গিয়েছেন বাংলা (West Bengal) থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংরা দলের হয়ে প্রচার করতে এসে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন। রবিবার অধীরের গড়ে প্রচারে এলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (JP Nadda)। এদিন রাজ্যে পর পর দুই জনসভা রয়েছে তাঁর। প্রথমটি মুর্শিদাবাদের বহরমপুরের (Berhampore) জলিরবাগান মাঠে এবং অন্যটি রয়েছে নদিয়ার বগুলা আইটিআই কলেজ মাঠে।
এদিন বহরমপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে তৃণমূল সরকারের (TMC) বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তোলেন নাড্ডা। গত শুক্রবার সন্দেশখালিতে (Sandeshkhali) শাহজাহান ঘনিষ্ঠের বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপি নেতা বললেন, 'বাংলা জঙ্গিদের আশ্রয়স্থল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সন্ত্রাসবাদীদের সঙ্গে আপোস করে'।
এদিন বহরমপুর সভামঞ্চ থেকে বাংলার মুখ্যমন্ত্রীর নিন্দায় যেমন সরব হয়েছেন নাড্ডা ঠিক তেমনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন তিনি। মোদী জামানায় ভারতের অর্থনীতির বিপুল অগ্রগতিকে চিহ্নিত করে বিজেপি সভাপতি বললেন, 'আমেরিকা, ইউরোপ, জাপান, রাশিয়া কিংবা অস্ট্রেলিয়া সব উন্নত দেশের অর্থনৈতিক ব্যবস্থা আটালমাটাল করছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে একমাত্র ভারতই উজ্জ্বল নক্ষত্র হয়ে জ্বলজ্বল করছে। তাই তো বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারত ১১'তম স্থান থেকে পঞ্চম স্থানে উঠে এসেছে।