কলকাতা, ২৯ মে: গ্রেফতার জামাতুল মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবি-র (JMB) অন্যতম পান্ডা আবদুল করিম (Abdul Karim) ওরফে বড় করিম। কলকাতা পুলিশের এসটিএফ গতকাল তাকে মুর্শিদাবাদ (Murshidabad) থেকে গ্রেফতার করে। অভিযোগ, খাগড়াগড় বিস্ফোরণকাণ্ডের পিছনে রয়েছে জেএমবি। সংগঠনের একাধিক সদস্য ইতিমধ্যে গ্রেফতার হয়েছে। গতকাল মুর্শিদাবাদের সুতি থানা এলাকা থেকে ধরা পড়ল জেএমবির মাথা সালাউদ্দিন সালাহিনের অন্যতম সঙ্গী আবদুল করিম।
তাকে জেরা করে সালাউদ্দিনের খবর পাওয়া যেতে পারে বলে জানিয়েছে পুলিশ। ধৃতের কাছ থেকে বেশ কিছু নথি, কাগজপত্রও মিলেছে। মুর্শিদাবাদে ছদ্মবেশে ছিল ওই জঙ্গি। কিন্তু তাতে শেষরক্ষা হয়নি। আজ তাকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে। আরও পড়ুন, ১১২ বছরে প্রয়াত বিশ্বের প্রবীণতম ব্যক্তি, বব ওয়েটন
West Bengal: Kolkata Police's Special Task Force today arrested Abdul Karim, a wanted Jamaat-ul Mujahideen Bangladesh (JMB) terrorist, from Suti Police Station area in Murshidabad. He will be produced before a court today. pic.twitter.com/roPYk9hJZV
— ANI (@ANI) May 29, 2020
এর আগেও জেএমবির একাধিক জঙ্গিকে গ্রেফতার করা হয় ভারত থেকেই।