কলকাতা, ২৪ মার্চ: বিজেপি বিরোধী কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে তৃতীয় ফ্রন্ট তৈরির কাজ কি জোরকদমে শুরু করে দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, বিজু জনতা দলের নবীন পট্টনায়কের পর এবার জেডি (এস)-এর অন্যতম প্রধান এইচডি কুমারস্বামীর সঙ্গে কথা বললেন মমতা। অখিলেশের পর এবার কালীঘাটে নিজের বাসভবনে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে বৈঠক করলেন মমতা। ক দিন পরেই হতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচন। তার আগে কুমারস্বামীকে শুভেচ্ছা জানান মমতা। কংগ্রেসের সঙ্গে জোট না গড়ে জনতা দল (সেকুলার) এবার কর্ণাটকে একা লড়তে পারে। বিজেপি-কংগ্রেস সমদূরত্বে রেখে চলা আরও একটা দলকে কাছে আনার চেষ্টায় মমতা।
দু জনের মধ্যে অকংগ্রেসি জোট নিয়ে কথা হয় বলে খবর। বৈঠকের সময় কুমারস্বামীর সামনে ছিল প্লেট ভর্তি সিঙাড়া। আরও পড়ুন-মানুষের হয়ে কথা বলতে যে কোনও মূল্য দিতে তৈরি, ট্যুইট রাহুল গান্ধীর
দেখুন ছবিতে
JD(S) leader & former Karnataka CM HD Kumaraswamy meets West Bengal CM & TMC leader Mamata Banerjee in Kolkata pic.twitter.com/M2qc6T45m6
— ANI (@ANI) March 24, 2023
কর্ণাটক বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের সঙ্গে বেশ দূরত্ব তৈরি হয়েছে জেডি (এস)-এর। বিজেপির সঙ্গেও বিরোধিতা রয়েছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া ও কুমারস্বামীর দল JD (S)-এর। সেটাই বুঝেই তৃতীয় ফ্রন্টে অখিলেশ, নবীনের পর কুমারস্বামীকে নিয়ে গুরুত্ব বোঝালেন দিদি।