দেবীপক্ষের আগমনেও অন্ত নেই অপরাধের। মা দুর্গার আরাধনায় মাতে উঠতে চলেছে রাজ্যবাসী। এরই মাঝে জয়নগরের (Jaynagar) মহিষমারিতে ১০ বছরের শিশুকে ধর্ষণ এবং খুনের ঘটনায় ফের নতুন করে বিক্ষোভের সঞ্চার করেছে সাধারণ জনগণের মধ্যে। শুক্রবার রাতে মহিষমারি এলাকায় একটি জলাভূমি থেকে উদ্ধার হয়েছে ওই শিশুর দেহ। স্থানীয়দের অভিযোগ, শিশুটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে। এই ঘটনার পরেই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় জয়নগরের মহিষমারিতে। জনরোষের মুখে পরে স্থানীয় পুলিশ।
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে সোচ্চার হয় এলাকাবাসী। থানা ঘেরাও করে ভাঙচুর করা হয়। মহিষমারির পুলিশ ক্যাম্পে আগুন ধরিয়ে দেয় ক্ষুব্ধ গ্রামবাসী। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। সামাল দিতে নামানো হয় র্যাফ। বিক্ষোভ রুখতে লাঠিচার্জ করে পুলিশ। এদিকে পুলিশ সূত্রে খবর, খুনের কথা স্বীকার করেছে অভিযুক্ত যুবক। তবে ধর্ষণের কথা স্বীকার করেনি ধৃত।
জনরোষে জ্বলছে জয়নগর...
STORY | Girl's body found in Bengal, locals torch police outpost, vandalise vehicles
READ: https://t.co/XS20dMmJcl
VIDEO: #BengalNews
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/tWSB9K4Vlc
— Press Trust of India (@PTI_News) October 5, 2024
নিহত শিশুর পরিবারে অভিযোগ, শুক্রবার দুপুরে পড়তে গিয়েছিল চতুর্থ শ্রেণির ওই ছাত্রী। কিন্তু বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় মহিষমারির পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানাতে যায় তাঁরা। কিন্তু পুলিশ তাঁদের অভিযোগে গুরুত্ব না দিয়ে উলটে জয়নগর থানায় অভিযোগ জানাতে বলে। এদিকে বাড়ি থেকে মাত্র এক কিলোমিটারের মধ্যেই একটি জলাশয় থেকে উদ্ধার হয়েছে শিশুর দেহ। আশেপাশের সিসিটিভি ফুটেজ দেখে বছর ১৯-এর অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।