জঙ্গিপুর: জঙ্গিপুর (Jangipur) একসময় দাপুটে সিপিএম নেতা জয়নাল আবেদিনের (Jainal Abedin)কেন্দ্র বলে পরিচিত ছিল। ১৯৯৬ সালে ছন্দপতন ঘটায় কংগ্রেস সাংসদ মহম্মদ ইদ্রিস আলি। তারপরের দুবার সিপিএম (CPM)আবার জঙ্গিপুর দখল করলেও শেষ রক্ষা করতে পারেনি। ২০০৪ সাল থেকে এই কেন্দ্রটি ফের দখলে নেয় কংগ্রেস।
বিধানসভা কেন্দ্র: সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি,লালগোলা,নবগ্রাম, খড়গ্রাম
২০০৯ সাল থেকে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি (Pranab Mukerjee)এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। তাই তিনি রাষ্ট্রপতি হওয়ার পক এই কেন্দ্রে তাঁর ছেলেই প্রার্থী করেছিল কংগ্রেস। সেই পরিকল্পনা সফলও হয়েছিল। জয়ী হয়েছেন অভিজিৎ।(Avijit )ছেলেকে এবারও এই কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস।
২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল
অভিজিৎ মুখার্জি(কংগ্রেস)—প্রাপ্ত ভোট ৩৭৮,২০১
মুজাফফর হুসেন(সিপিএম)—প্রাপ্ত ভোট ৩৭০,০৪০
শেখ নুরুল ইসলাম(তৃণমূল কংগ্রেস)—প্রাপ্ত ভোট ২০৭,৪৫৫
সম্রাট ঘোষ (বিজেপি)—প্রাপ্ত ভোট ৯৬,৭৫১
২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী
অভিজিৎ মুখার্জি(কংগ্রেস)
জুলফিকর আলি(সিপিএম)
খলিলুর রহমান(তৃণমূল কংগ্রেস)
মাফুজা খাতুন(বিজেপি)
মন্তব্য: এবারও নিজের গড় রক্ষায় মরিয়া কংগ্রেস। অভিজিতের মোকাবিলায় সিপিএম প্রার্থী বদলাতেও সেটা কতটা ফলপ্রসূ হবে সেটা বোঝা যাচ্ছে না।