![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/04/post-380x214.jpg)
জলপাইগুড়ি: পাহাড় আর জঙ্গল, দুই রয়েছে উত্তরবঙ্গের এই জেলায়। যদিও বনাঞ্চল এবং চা–বাগানের আধিক্যই এখানে বেশি। একাধিক অভয়ারণ্যের কারণে রাজ্যের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এই জলপাইগুড়ি।
বিধানসভা কেন্দ্র: মেখলিগঞ্জ, ধূপগুড়ি, ময়নাগুড়ি, জলপাইগুড়ি, রাজগঞ্জ, দেবগ্রাম–ফুলবাড়ি, মাল।
১৯৬২ সাল থেকে কংগ্রেসের দখলে থাকা জলপাইগুড়িতে( Jalpaiguri)বামেরা থাবা বসায় ১৯৮০ সালের লোকসভা ভোটে। সিপিএম (CPM)নেতা সুবোধ সেন সেবার বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। তারপর থেকে ২০০৯ সাল পর্যন্ত বামেদের গড় ছিল জলপাইগুড়ি। ২০১৪ সালে প্রথম ফাটল ধরায় তৃণমূল কংগ্রেস।
২০১৪ সালের লোকসভা ভোটের ফলাফল:
বিজয়চন্দ্র বর্মন (তৃণমূল কংগ্রেস)—প্রাপ্ত ভোট ৪৯৪,৭৭৩(Bijay chandra burman)
মহেন্দ্রকুমার রায়(সিপিএম)—প্রাপ্ত ভোট ৪২৫,১৬৭
সত্যলাল সরকার (বিজেপি)—প্রাপ্ত ভোট ২২১,৫৯৩
সুখবিলাস বর্মন(কংগ্রেস)—প্রাপ্ত ভোট ৮৭,৫৮৮(Sukh bilas Burman)
২০১৯ সালের লোকসভা ভোটের প্রার্থী
বিজয়চন্দ্র বর্মন (তৃণমূল কংগ্রেস)
ভগীরথ রায় (সিপিএম)
জয়ন্ত রায় (বিজেপি)
মনিকুমার দরনাল(কংগ্রেস)
মন্তব্য: এবারও তৃণমূল প্রার্থীর দিকেই পাল্লা ভারী। বামেরা কতটা দাপট দেখাতে পারবে বোঝা যাচ্ছে না তবে বিজেপি তলে তলে অনেকটাই এগিয়ে গিয়েছে। তৃণমূল জিতলেও ব্যাবধান অনেকটাই কমবে।