কলকাতা, ১৫ জুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসা বন্ধ করুন৷ মুখ খুলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়৷ ভোট পরবর্তী হিংসা বন্ধ করে রাজ্যে আইন, শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করুন৷ দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে তাঁর (Mamata Banerjee) কাছে এমনই আবেদন করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar )৷ পাশাপাশি পশ্চিমবঙ্গে (West Bengal) মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্যপাল৷
১৫ জুন বিকেলে দিল্লিতে (Delhi) রওনা দেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়৷ দিল্লিতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করার কথা রাজ্যপালের৷ ১৫ জুন দিল্লিতে পৌঁছনোর পর, সেখানে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে ১৮ জুন কলকাতায় ফেরার কথা ধনখড়ের৷
Urged @MamataOfficial to break silence on post poll retributive violence, restore law and order, provide succour to the suffering people.
Called upon her have an interaction on these issues at the earliest.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2021
Constrained to conveyed @MamataOfficial that continued silence & inaction over post poll violence, violation of human rights & dignity of women, destruction of property, perpetuation of miseries on political opponents- worst since independence, ill augurs for democracy. pic.twitter.com/zoNewdpEob
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 15, 2021
প্রসঙ্গত দিল্লিতে রওনা দেওয়ার আগে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল৷ কলকাতায় রাজভবনের খোলা জায়গায় বসে শুভেন্দু অধিকারীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল৷ যা কর্যত নজিরবিহীন বলেই মনে করছে রাজনৈতিক মহল৷