ছবি ফেসবুক

 কলকাতা, ৮ মে:  করোনায় (Corona) আক্রান্ত বাচিকশিল্পী জগন্নাথ বসু (Jagannath Basu)। কোভিড পজিটিভ জগন্নাথ বসুর স্ত্রী উর্মিমালা বসুও (Urmimala Basu)। তবে চিন্তার কোনও কারণ নেই। দুজনের অবস্থাই স্থিতিশীল।  যদিও ঝুঁকি এড়াতেই জগন্নাথ বসুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। শিগগিরই তাঁর সমস্ত রকমের পরীক্ষা করানো হবে বলে খবর।

করোনার টিকা (Corona Vaccine) নেওয়ার পরও কীভাবে জগন্নাথ বসু এবং উর্মিমালা বসু ভাইরাসে আক্রান্ত হলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। ডায়াবেটিসের রোগী জগন্নাথ বসুকে হাসপাতালে ভর্তি করা হলেও, উর্মিমালা রয়েছেন বাড়িতেই। হোম আইসোলেশনে থেকেই চিকিৎসকের পরামর্শ মতো চলছেন এই শিল্পী।

ভ্যাকসিন নিয়েও কোভিডে আক্রান্ত দুই শিল্পী

আরও পড়ুন:  Neliima Azeem: শাহিদ তাঁর গর্ভে থাকাকালীনই পঙ্কজ কাপুর ছেড়ে চলে যান! বিস্ফোরণ নীলিমার

জগন্নাথ বসু এবং উর্মিমালা বসুর পাশাপাশি তাঁদের ছেলে ঋজু বসুও হোম আইসোলেশনে রয়েছেন বলে খবর।

এদিকে অভিনেত্রী সন্ধ্যা রায়ও করোনায় আক্রান্ত বলে জানা যাচ্ছে। বর্তমানে বাড়িতে থেকেই চিকিৎসা চলছে অভিনেত্রীর (Actor)।