উত্তরাখণ্ড ঘুরতে গিয়ে রহস্যজনকভাবে উদ্ধার হল এক ব্যক্তির মৃতদেহ। জানা যাচ্ছে, বরাহনগরের বাসিন্দা পেশায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) দর্শন বিভাগের অধ্যাপক সম্প্রতি বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলেন। শনিবার সকালে তাঁর উত্তরাখণ্ড থেকে ফেরার কথা ছিল। কিন্তু শুক্রবার রাতেই হোটেলের রুম থেকে মৈনাকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। জানা যাচ্ছে, তাঁর হাতের শিরা কাটা ছিল। ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আগামী কয়েকদিনে মধ্যে দেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তবে এটা নিছকই খুন নাকি আত্মহত্যা সেই বিষয়ে এখনও কিছু নিশ্চিত করে জানাতে পারছে না পুলিশ।
পরিবারের তরফে জানানো হয়েছে, মৈনাক ঠান্ডা মাথার খুব মেধাবি ছাত্র ছিলেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর সেখানেই অধ্যাপনার কাজ শুরু করেন। ঘুরতে ভালোবাসেন। তাই বন্ধুদের সাথে উত্তরাখণ্ডের আলমোড়াতে বেরাতে গিয়েছিলেন। তবে তিনি আত্মহত্যা করতে পারেন না বলে নিশ্চিত পরিবারের সদস্যদের।
এই ঘটনায় শোকস্তব্ধ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের মেকানিকাল ইঞ্জিনিয়ার বিভাগের অধ্যাপক ডঃ সুমন নাহারের রহস্যমৃত্যু হয়েছিল। এরমধ্যেই আবারও আরেক অধ্যাপকের মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবে রহস্যের দানা বাধছে।