জেপি নাড্ডা (Photo Credits: IANS)

কলকাতা, ১৮ অক্টোবর: বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দিতে সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়ি সফরে আসছেন বিজেপি-র (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা (J P Nadda)। পরের বছরের প্রথমদিকে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনকেই পাখির চোখ করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ফেলতে তারা বদ্ধপরিকর।

এক বিবৃতিতে বিজেপির মুখ্য মুখপাত্র অনিল বালুনি বলেছেন, শিলিগুড়িতে নাড্ডা দলীয় নেতা-কর্মী এবং বিভিন্ন সামাজিক গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠক করবেন। এছাড়াও বিজেপি সভাপতি একটি সাংবাদিক সম্মেলন করবেন। যাওয়ার কথা রয়েছে একটি মন্দিরে। এছাড়াও তিনি সমাজ সংস্কারক পঞ্চানন বর্মাকেও শ্রদ্ধা নিবেদন করবেন। আরও পড়ুন: Fire at Kolkata: রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড, বৌবাজারের এলআইসি বিল্ডিংয়ে আগুন লেগে অগ্নিদগ্ধ ৩

গত লোকসভা নির্বাচনে শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে বিজেপি খুব ভাল পারফর্ম করেছে। প্রথমে ঠিক ছিল উত্তরবঙ্গ সফরে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু পরে জানা যায় তিনি আসতে পারছেন না।