কলকাতা, ৮ মার্চ: আন্তর্জাতিক নারী দিবসে (International Womens Day) মহিলা ব্রিগেড নিয়ে মিছিল করলেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত চলে সেই মিছিল। ডোরিনা ক্রসিংয়ের মঞ্চে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চাঁচাছোলা আক্রমণ মমতা ব্যানার্জির। কোভিড থেকে আম্ফান ঘূর্ণিঝড়। একের পর ইস্যুতে মোদিকে আক্রমণ করেন মমতা। শুধু তাই নয়। করোনাভাইরাস প্রতিষেধকের শংসাপত্রে রয়েছে মোদির ছবি। সেই ইস্যুতে নরেন্দ্র মোদিকে তুলোধনা মমতা ব্যানার্জির (Mamata Banerjee)। আরও পড়ুন: Mamata Banerjee: লক্ষ্য মহিলা ভোটারদের আস্থা অর্জন, 'জয় বাংলা' প্ল্যাকার্ড নিয়ে আন্তর্জাতিক নারী দিবসে মিছিলে মমতা
করোনাভাইরাস প্রতিষেধকের শংসাপত্রে নরেন্দ্র মোদির ছবি ব্যবহার করা কেন হবে, সেই নিয়ে নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন মমতা ব্যানার্জি। তিনি বলেন, "কোভিড ১৯ থেকে সকলে দূরে থাকতে চায়। আর ইনি কোভিডের সার্টিফিকেটে নিজের ছবি ব্যবহার করছেন। কোভিড ভ্যাক্সিন নয়। ওটা মোদি ভ্যাক্সিন।" করোনা টিকাকরণের ডিজিটাল সার্টিফিকেটে রয়েছে মোদির ছবি। এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের দিনক্ষণ প্রকাশের পরও কেন করোনা প্রতিষেধকের সার্টিফিকেটে মোজির ছবি ব্যবহার করা হচ্ছে, সেই প্রশ্ন তুলে প্রতিবাদ জানায় তৃণমূল কংগ্রেস। অবশেষে ডিজিটাল সার্টিফিকেটে মোদির ছবি সরানোর নির্দেশ দেয় নির্বাচন কমিশন।
আসন্ন বিধানসভা নির্বাচনে এই রাজনৈতিক লড়াইটা বিজেপি ভার্সেস মমতা ব্যানার্জির। সেটিও এদিন স্পষ্ট করলেন মমতা ব্যানার্জি।