TMC Jana Garjana: ক্রমশ ভিড় বাড়ছে ব্রিগেড ময়দানে। রাজ্যের নানা প্রান্ত থেকে তৃণমূল কর্মী সমর্থকেরা রবিবার সকাল সকাল রওনা দিয়েছেন তৃণমূলের 'জনগর্জন সভা'র ডাকে। সকাল ১১টা থেকে ব্রিগেডে সভা শুরু হওয়ার কথা। সমাবেশ শুরুর আগেই বিজেপির একহাত নিলেন তৃণমূলের রাজ্যসভার মনোনীত প্রার্থী সাগরিকা ঘোষ (Sagarika Ghose)। ভিডিয়ো বার্তায় বিজেপিকে বাংলা এবং বাঙালি বিদ্বেষী বলে আক্রমণ শানালেন তিনি। বললেন, এটা বহিরাগতদের দল। যারা বাংলার টাকা আটকে রেখেছে'। তাঁর আরও অভিযোগ, জনগর্জন সভার আগে কেন্দ্র সরকার ট্রেন চলাচলে কোপ বসিয়েছে। যাতে তৃণমূল কর্মী সমর্থকেরা ব্রিগেড ময়দানে পৌঁছতে না পারেন। যেমনটা মোদী করেছিলেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে তৃণমূলের দিল্লি অভিযানের আগে।
লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই বাংলায় কেন্দ্রীয় বাহিনী পাঠানো শুরু করে দিয়েছে কেন্দ্র সরকার। তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন প্রবীণ সাংবাদিক। তাঁর যুক্তি, কেন্দ্রীয় বাহিনী কেবল পশ্চিমবঙ্গে কেন পাঠানো হল। বিজেপি শাসিত উত্তরপ্রদেশ, গুজরাটে কেন পাঠানো হল না। অন্যদিকে লোকসভা ভোটের মুখে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অরুণ গোয়েল। লোকসভা নির্ঘণ্ট ঘোষণার দিন সাতেক আগে নির্বাচন কমিশনারের এমন আচমকা পদত্যাগের সিদ্ধান্ত অবাক করেছে রাজনৈতিক দলগুলোকে। তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাগরিকা।
দেখুন...
#WATCH | TMC MP Sagarika Ghosh says, "BJP is anti-Bengal and anti-Bengali. It is a party of outsiders and 'zamindars'. Funds to Bengal have been stopped. Trains in Bengal have been stopped. Central forces are only sent to Bengal, not to Gujarat or UP. Now on the eve of elections,… pic.twitter.com/QEfO31Mtcf
— ANI (@ANI) March 10, 2024
বিজেপিকে বাংলায় এসে ভোট লুট করতে দেবে না তৃণমূল কংগ্রেস। ভিডিয়ো বার্তায় স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার মনোনীত প্রার্থী।