West Bengal Weather Update: বসন্ত এসে গেছে, শীত বিদায়ে আকাশ জুড়ে মেঘের হাতছানি
আবহাওয়ার খবর (Photo Credits: Pixabay)

কলকাতা, ১৯ ফেব্রুয়ারি: বসন্ত এসে গেছে। সকাল সন্ধে হালকা ঠান্ডার (Weather Update) পরশ ছাড়া শীত তেমন নেই। সন্ধেবেলা বাইরে বেরোলেও হালকা চাদর যথেষ্ট কি রীতিমতো বিরক্তিরও মনে হচ্ছে কখনও সখনও। বৃহস্পতিবার ঝকঝকে রোদ্দুরের দেখা মিললেও শুক্রবার তার ছিটেফোটাও নেই। এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে হয়েছে, ১৯.৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল, ৩১.১ ডিগ্রি সেলসিয়াস। আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, দিনভর আংশিক মেঘলা থাকবে আকাশ। সপ্তাহের একদম শেষে বৃষ্টি হতে পারে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে। যেতে যেতেও এবার থমকে গিয়েছিল শীত। তাই ফেব্রুয়ারির শুরুতে পড়া হাড় কাঁপানো ঠান্ডা গত ১০ বছরের রেকর্ডকে ভেঙে দিয়েছে। তবে করোনা কালে শীতের ভেলকি ছিল চোখে পড়ার মতো।  আরও পড়ুন-WB Assembly Elections 2021: শিয়রে ভোট, ২৮ ফেব্রুয়ারি রাজ্য সফরের পর ৭ মার্চ ব্রিগেডের মেগা সভায় নরেন্দ্র মোদি

জানুয়ারি মাসে শীত একবার গেছে একবার এসেছে। সংক্রান্তির পরে তেমনভাবে জমিয়ে ঠান্ডা পড়েনি। আগেও নয়। তবে বর্শবরণে শীতের আমেজ ছিল উপভোগের মতোই। ফেব্রুয়ারির শুরু সপ্তাহেও জমিয়ে পড়ে শীত। তারপর ছোট খাটো দুটো ইনিং খেলেছে ঠান্ডা। ভ্যালেন্টাইন ডে থেকেও কলকাতার বুকে উধাও শীত। এরপর হাল্কা পরশ থাকলেও সরস্বতী পুজোর পর থেকে আকাশজুড়ে মেঘ রোদ্দুরের খেলা চল্ছে। দেখে মনে হচ্ছে যখন তখন ঝমঝমিয়ে নামবে বৃষ্টি। দীর্ঘদিন বৃষ্টি না পড়ায় এমনিতেই বাঙালি জলের প্রত্যাশি হয়ে আছে। তাই মরশুমের প্রথম বৃষ্টি হলে যে তাকে সমাদরে গ্রহণ করা হবে তাতে কোনও সন্দেহ নেই।