Flight, Representational Image (Picture Courtesy: ANI)

কলকাতা: বিমানের মধ্যে যাত্রীর অসুস্থতার জেরে কলকাতায় জরুরি অবতরণ (Emergency Landing) ইরাক থেকে চিনগামী বিমানের। আসলে হঠাৎ করেই কিশোরীর স্বাস্থ্যের ব্যপক অবনতি হয়। চিনগামী বিমানটিতে ১৫ জন ক্রু সদস্যসহ ১০০ জন যাত্রী ছিলেন। কিশোরীর স্বাস্থ্যের অবনতি হওয়ায় কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করে। ১৬ বছর বয়সী ইরাকের তরুণীকে দ্রুত কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাতেও শেষ রক্ষা হল না। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (এএআই) মুখপাত্রের মতে, বিমানবন্দরে উপস্থিত মেডিক্যাল টিম তাৎক্ষণিক চিকিৎসা করেছিল। বিমানবন্দরে নামার আধা ঘণ্টা আগে কিশোরীর স্বাস্থ্যের অবনতি হয়। তাঁকে এএআই অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে মেয়েটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

পুলিশ সূত্রে খবর, মেয়েটি ইরাকের বাগদাদ জেলার সার চিনার থানা এলাকার বাসিন্দা। নিয়ম কানুন শেষে ইরাকি তরুণীর মৃতদেহ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানার এনওসি দেওয়ার পর তাঁর বাবা-মা মৃতদেহ বাড়িতে নিয়ে যেতে পারবেন। বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ দিল্লিতে ইরাকি দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করবে।