Indian Railways: আগামী শনিবার থেকে আরও ৪০ জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করল ভারতীয় রেল, ১০ তারিখ থেকে করা যাবে টিকিট বুকিং
ভারতীয় রেল (Photo Credits: Youtube)

নতুন দিল্লি, ৫ সেপ্টেম্বর: আগামী শনিবার ১২ তারিখ থেকে ৪০ জোড়া বিশেষ ট্রেন (Special Train) চালানোর কথা ঘোষণা করল ভারতীয় রেল। ১০ তারিখ থেকে এই ট্রেনগুলির টিকিট বুকিং (Ticket Booking) শুরু হবে। দেশের বিভিন্ন জায়গায় জেইই মেইন, নিটের মতো পরীক্ষা চলছে। ফলে পড়ুয়াদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হচ্ছে। আগামীকাল শেষ হচ্ছে জেইই মেন। ১৩ তারিখ থেকে শুরু হচ্ছে নিট। তার আগে এই ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিল রেল। আগামিকাল কমন এনডিএ ২০২০ পরীক্ষা হবে।

করোনা মহামারীর কারণে মার্চ মাস থেকে বন্ধ রেল। এরপর পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক ও পড়ুয়াদের বাড়ি ফেরানোর জন্য ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করা হয়। এরপর ১২ মে থেকে ১৫ জোড়া বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন চালু করা হয়। ১ জুন থেকে ১০০ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। এবার পরীক্ষার্থীদের কথা ভেবেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে। আরও পড়ুন, ১৪ সেপ্টেম্বর থেকে চলতে পারে মেট্রো, নিট পরীক্ষার্থীদের জন্য চালানো হবে বিশেষ মেট্রো

এদিকে নিট পরীক্ষার আগে রাজ্যে ১৪ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে মেট্রো। যদিও কেন্দ্র সরকার জানিয়ে দিয়েছিল, ৭ সেপ্টেম্বর থেকেই মেট্রো চালানো যাবে। ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষার্থীদের জন্য বিশেষ মেট্রো (Special MEtro) চালানো হতে পারে। শুক্রবার মেট্রো চালানো নিয়ে রাজ্যের সঙ্গে মেট্রো কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্তই নেওয়া হয়েছে।