Mamata's Video Message: 'মিটিং নষ্ট হবে না, কয়েকদিন হুইলচেয়ারে যেতে হবে', হাসপাতাল থেকে ভিডিও বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
হাসপাতাল থেকে ভিডিও বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Photo: Twitter)

কলকাতা, ১১ মার্চ: এসএসকেএম হাসপাতাল (SSKM Hospital) থেকে ভিডিও বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee)। বেডে শুয়েই তিনি কর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন। শান্তি বজায় রাখার এবং জনসাধারণের জন্য সমস্যা সৃষ্টি করবে এমন কিছু না করার জন্য তিনি অনুরোধ করেছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনের সমস্ত কর্মসূচি যথারীতি হবে। কয়েকদিন হয়ত তাঁকে হুইলচেয়ারে যেতে হবে। এ জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তিনি।

ভিডিও বার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, "এটা ঠিক যে কাল আমার খুব জোর লেগেছিল। আমার হাত ও পায়ে চোট আছে। লিগামন্টে আঘাত আছে। এত বড় চোট লাগার পরে কাল আমার মাথা ও বুকে খুব ব্যথা রয়েছে। গাড়ির বনেটে দাঁড়িয়ে নমস্কার করছিলাম। সেই সময় জোরে চাপ আসে, পুরো গাড়িটা চেপে যায় আমার পায়ে। এই অবস্থায় যা ওষুধ ছিল সেটা খেয়ে কলকাতা রওনা দিই। সেই থেকেই চিকিৎসকদের চিকিৎসাধীন আছি।" আরও পড়ুন: WB Assembly Elections 2021: নন্দীগ্রামের মানুষ ষড়যন্ত্র জানে না, মুখ্যমন্ত্রীর হামলার অভিযোগকে নস্যাৎ শিশির অধিকারীর

দলীয় কর্মীদের প্রতি তাঁর বার্তা "সলককে অনুরোধ করব সবাই শান্ত ও সংযত থাকুন, ভালো থাকুন। এমন কিছু করবেন না, যাতে মানুষের অসুবিধা হয়। দু-তিন দিনের মধ্যে আশা করি নিজের কাজে ফিরব। তবে হয়ত পায়ের সমস্যা থাকবে। তবে আমি ম্যানেজ করে নেব। মিটিং নষ্ট হবে না, তবে হয়ত কয়েকদিন হুইলচেয়ারে করতে হবে। সকলেই সহযোগিতা চাইছ।"