জলপাইগুড়ি, ১৮ এপ্রিল: রাত পোহালেই বাংলার তিন জেলায় প্রথম দফার ভোট (Lok Sabha Election 2024)। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী ৫ বছর কোন দলের প্রার্থী প্রতিনিধিত্ব করবে, সেই ভাগ্য নির্ধারণ আগামীকাল এই ৩ জেলার জনতা ঠিক করবে।সকাল থেকেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে ডিসিআরসি সেন্টারে এসে পৌঁছেছেন ভোটকর্মীরা। পুরো এলাকা নিরাপত্তা চাদরে মুড়ে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। এই সেন্টার থেকে মূুলত জলপাইগুড়ি বিভিন্ন কেন্দ্রে ইভিএম নিয়ে যাবেন ভোটকর্মীরা।
প্রথম দফার নির্বাচনে উত্তরবঙ্গের তিন জেলাকে পাখির চোখ করছে বিজেপি এবং তৃণমূল। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এখনও পর্যন্ত বিজেপির দখলেই রয়েছে। বিশেষ করে বিজেপির কোচবিহারে নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের অন্যতম হেভিওয়েট প্রার্থী। ভোটের আগে এই কেন্দ্রে নিশীথের সঙ্গে তৃণমূলে উদয়ন গুহের খন্ডযুদ্ধ বেধেছিল। তবে কোচবিহার কেন্দ্রে নিশীথের বিরুদ্ধে ঘাসফুলের প্রার্থী জগদীশ বর্মা আদৌ কড়া টক্কর দিতে পারবে কিনা এখন সেটাই দেখার। এই আসনে ফরওয়ার্ড ব্লকের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন নিতীশ চন্দ্র রায়।
#WATCH | West Bengal: In the first phase of #LokSabhaElections2024 tomorrow, Jalpaiguri, Cooch Behar and Alipurduar will go to polls.
Visuals from Jalpaiguri where polling parties are being dispatched for polling stations. pic.twitter.com/vPcNCX9Jq8
— ANI (@ANI) April 18, 2024
জলপাইগুড়িতে বিদায়ী সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়ের বিপরীতে রয়েছেন তৃণমূলের নির্মল চন্দ্র রায়। এবং সিপিএমে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন দেবরাজ বর্মন। এই কেন্দ্রে হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে আলিপুরদুয়ারের প্রবীন বিদায়ী সাংসদ মনোজ টিগ্গার বিপরীতে রয়েছেন তৃণমূলের প্রকাশ চিক বরাইত।