কলকাতা, ১৯ জুন: রেশন দুর্নীতি মামলায় ইডির তরফে সম্প্রতি তলব করা হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে (Rituparna Sengupta) । সেই অনুযায়ী বুধবার বেলা গড়াতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে হাজির হন ঋতুপর্ণা। রেশন দুর্নীতি মামলায় যখন ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডি তলব করে, সেই সময় জানা যায় ১৯ জুন তিনি তদন্তকারী সংস্থার অফিসে হাজির হতে পারেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী, বুধবার তদন্তকারী সংস্থার অফিসে দেখা যায় অভিনেত্রীকে। প্রসঙ্গত অভিনেত্রীর ইডির দফতরে হাজিরার আগেই ঋতুপর্ণা সেনগুপ্তের হিসাবরক্ষক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসে পৌঁছে যান। পরে সেখানে হাজির হন টলিউডের এই প্রথম সারির এই অভিনেত্রী।
গত ৫ জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ওই সময় বিদেশে থাকায় তিনি হাজির হতে পারেননি। এরপর ১৯ জুন প্রথমে অভিনেত্রীর হিসাবরক্ষক এবং পরে ঋতুপর্ণা সেনগুপ্ত হাজির হন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সিজিও কমপ্লেক্সের অফিসে।