Rain Image (Photo Credit: Pixabay)

নয়াদিল্লিঃ সপ্তাহের শুরু থেকেই বাংলা জুড়ে বৃষ্টির(Rain) পূর্বাভাস। সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আংশিকভাবে মেঘলা থাকবে আকাশ(Sky)। রয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনাও। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবন নেই। ফলে ভ্যাপসা গরম(Heat) থেকে আপাতত মুক্তি নেই। গতকাল অর্থাৎ রামনবমীর দিন  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও ৩৬ ডিগ্রির আশেপাশেই ঘোরাফেরা করবে তাপমাত্রা এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

ভ্যাপসা গরম থেকে স্বস্তি, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

চলতি সপ্তাহ জুড়ে উত্তরবঙ্গের আট জেলায় জারি বৃষ্টির সতর্কতা। আজ ও কাল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি কয়েকটি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বুধবার উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি। উপকূলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে। প্রায় ১ মিটার উচ্চতা পর্যন্ত বাড়তে পারে জল। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে এই নিষেধাজ্ঞা।

সপ্তাহের শুরুতেই ভিজবে বাংলা? ভ্যাপসা গরম থেকে মুক্তি কবে?