রাজ্যে অনুপ্রবেশকারীদের (Illegal Immigrants) আনাগোনা বাড়ছে। শুধু বাংলা বলে নয়, দেশের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকছে, যার মধ্যে অধিকাংশ পশ্চিমবঙ্গকে করিডোর হিসেবে ব্যবহার করছে। কারণ এই রাজ্য দিয়ে প্রবেশ করলেই মোটা টাকার বিনিময়ে মিলছে ভুয়ো নথিপত্র। বিগত কয়েকমাসে বারাসত, বনগাঁ, নদিয়া সহ বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে একাধিক সাইবার ক্যাফে বন্ধ করা হয়েছে, যেখানে ভুয়ো আধার কার্ড, ভোটার কার্ড তৈরি হচ্ছিল। আর এই গোটা বিষয় নিয়ে তৃণমূলের বিরুদ্ধেই আঙুল তুলছে বিজেপি। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, সীমান্তে নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনীর। তাহলে তাঁদের নজর এড়িয়ে ঢুকছে কীভাবে এই পাচারকারীরা?
অনুপ্রবেশ ইস্যু নিয়ে মুখ্যমন্ত্রীর মক্তব্য
আগামীকাল রথযাত্রা। তার আগে শুক্রবারেই দীঘায় পৌঁছে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেখানেই একটি সভা থেকে কেন্দ্রকে এই ইস্যুতে আক্রমণ করলেন তিনি। মমতা বলেন, “অবৈধ অনুপ্রবেশকারী কীভাবে ঢুকছে সেই নিয়ে খতিয়ে দেখা উচিত। তবে একটা বিষয় আবারও স্পষ্ট করে দিতে চাই যে বিএসফ, সিআইএসএফের দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের নয়। যদি সীমান্ত দিয়ে অবৈধ লোকজন ঢুকছে, তাহলে তাঁদের কে ঢুকতে দিচ্ছে? কারা সীমান্ত রক্ষার দায়িত্বে রয়েছেন”?
দেখুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য
Digha, West Bengal: CM Mamata Banerjee says, "Illegal immigrants, that’s something they have to look into. It’s the responsibility of the BSF and CISF, not ours. It’s not a matter for the state government. If there are illegal migrants, then who allowed them in? Who is in charge… pic.twitter.com/fr7T5aKHr9
— IANS (@ians_india) June 26, 2025
কেন্দ্রের ওপরেই দোষ চাপালেন মুখ্যমন্ত্রী
মুখ্যমন্ত্রী আরও বলেন, “কেন্দ্রীয় বাহিনী, কাস্টমস কাদের নিয়ন্ত্রণে রয়েছে? এটা কেন্দ্রের দেখার বিষয়, আমাদের নয়। রাজ্য সরকারের হাতে তো একদমই সীমান্তের নিরাপত্তার দায়িত্ব নেই। ফলে কেন্দ্রের উচিত কীভাবে অনুপ্রবেশকারীরা ঢুকছে তা খতিয়ে দেখা। অযথা রাজ্য সরকারের বিরুদ্ধে দায় চাপিয়ে দিয়ে লাভ নেই”।