Partha Chatterjee. (Photo Credits: ANI)

কলকাতা, ১৩ সেপ্টেম্বর: আইকোর মামলায় (Icore Chit Fund Case) সিবিআই দফতরে আজ হাজিরা দিচ্ছেন না রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। সিবিআইকে (CBI) চিঠি লিখে হাজিরা দিতে পারার বিষয়টি জানিয়ে দিয়েছেন তিনি। কারণ হিসেবে জানিয়েছেন যে উপনির্বাচনের প্রচারের কাজে ব্যস্ত, তাই হাজিরা দিতে পারবেন না। যদিও চিঠিতে তিনি জানিয়েছে, সিবিআই চাইলে বাড়িতে এসে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে।

অর্থলগ্নিকারী সংস্থা আইকোর চিটফান্ড সংক্রান্ত মামলার তদন্তে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়কে তলব করে সিবিআই। আজই কলকাতায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়। এর আগে মার্চের ১২ তারিখে পার্থবাবুকে তলব করেছিল সিবিআই। আরও পড়ুন: West Bengal Monsoon: নিম্নচাপের জোড়া ফলায় দিনভর ভিজবে রাজ্য

আইকোর মামলার তদন্তে নেমে সংস্থার দুই কর্ণধার অনুকূল মাইতি ও তাঁর স্ত্রীকে আগেই গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, আইকোরের একটি অনুষ্ঠানে পার্থ চট্টোপাধ্যায়কে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল। সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠিয়েছে সিবিআই।