Corona Virus (Photo Credits: IANS)

কলকাতা, ৮ ফেব্রুয়ারি: রিভেঞ্জ ট্যুরিজম তীয় ঢেউয়ের কারণ হতে চলেছে৷ এমনটাই মনে করছে আইসিএমআর (ICMR)৷ কারণ এতদিন লকডাউন ও মহামারীর ভয়াবহতার কারণে ঘরবন্দি থাকতে হয়েছে মানুষকে৷ এখন তাই সুযোগ পেতেই বেড়ানোর নেশা জেগে উঠেছে৷ পুজোর আগেভাগে রাজ্যের চার জেলায় করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী৷ তালিকার একেবারে শুরুতে রয়েছে দার্জিলিং ও কালিম্পং৷ একইভাবে হিমাচল ও প্রদেশের মানালি, অন্যদিকে অসমেও কোভিড গ্রাফ হু হু করে বাড়ছে৷ পর্যটনই যে তৃতীয় ঢেউকে তরাণ্বিত করবে তানিয়ে একপ্রকার আশঙ্কায় রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞরা৷ পুজোর (Durga Puja) মুখে কেনাকাটার ঢল নেমেছে৷ ভিড়ের মধ্যে কোনওরকম কোভিড বিধি মানা হচ্ছে না৷

কারোর মুখে মাস্ক নেই৷ স্যানিটাইজারের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছেন অনেকেই৷ এই অবহেলা প্রায় ঘুমিয়ে পড়া করোনাকে থাবা বাড়াতে যে সহযোগিতা করবে তাতে কোনও সন্দেহ নেই৷ এমনিতে গোটা রাজ্যে রোনার প্কোপ দেখা গলেও পাহাড়ে তার হার অনেকটাই কম ছিল৷   তবে পুজোর মরশুমে সেই পাহাড়ই করোনার আশ্রয় স্থ হতে পারে বলে মনে করছে কেন্দ্র৷ দুদিন আগেই গেছে মহালয়া৷ গঙ্গার ঘাটগুলিতে তর্পণের জন্য য়ে কোভিড বিধি বলবৎ হয়েচিল তার কোনওটাই মানা হয়নি৷ পুলিশ প্রশাসন অনুরোধ উপরোধেই নিয়ম শৃঙ্খলাকে বেঁধে রেখেছিল৷   তাই মাস্ক ছাড়া হাজারও জনতা এক ঘাটে একই সঙ্গে তর্পণ করেছে৷ কোভিড নিয়মকে অগ্রাহ্য করে এই লাগামছাড়া তর্পণ যে বিপদের কারণ হতে পারে তা বেশ বোঝা যাচ্ছে৷ স্বাস্থ্য দপ্তর ইতিমদ্যেই সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে৷ আরও পড়ুন- Suhana Khan Wishes ‘Ma’ Gauri Khan on Her 51st Birthday: গৌরী খানের ৫১-তম জন্মদিনে মেয়ে সুহানার আবেগতাড়িত শুভেচ্ছা, (দেখুন ছবি)

পুজোর চারদিন মণ্ডপের বাইরে থেকে যে ভিড় প্রতিমা দর্শনে বের হবে, তা যে করোনাকে ঠিক কতখানি আবাহনের ছাড়পত্র দিতে চলেছে; সময়ই বলে দেবে৷ এখন নিজে ও পরিবারকে সুস্থ রাখতে হলে বাড়ির থেকে নিরাপদ আর কোথাও নেই৷ বাচ্চাদের বাঁচাতে সংযত হোন৷ কারণ তাদের এখনও টিকাকরণ হয়নি৷