বাঁকুড়া, ২১ নভেম্বরঃ ১২ বছর পর বিশ্বকাপ জয়ের সুযোগ এসেছিল ভারতীয় ক্রিকেট দলের কাছে। রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বসেছিল সেই মহাযজ্ঞের আসর (ICC World Cup 2023 Final)। সমগ্র ভারতবাসীর নজর ছিল রোহিত, বিরাটদের ব্যাটের দিকেই। আর সেটাই হয়তো কাল হয়েছে। ১৪০ কোটি মানুষের আবেগ মাথায় দিয়ে মাঠে নেমে নিজেদের সেরা টুকু দিতে ব্যর্থ হয়েছে ভারতীয় দল। আরও একবার স্বপ্নভঙ্গ। বিশ্বকাপ হাতছাড়া হওয়ার শোক মেনে নিতে পারলেন না বাঁকুড়ার (Bankura) এক যুবক। ফাইনাল ম্যাচ দেখে বাড়ি ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী (Suicide) হয়েছেন বছর ২৩ এর ওই যুবক।
ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। বাঁকুড়ার (Bankura) বেলিয়াতোড়ে আত্মঘাতি হয়েছেন রাহুল লোহার নামের ওই যুবক। জানা গিয়েছে, ক্রিকেটের বিশাল বড় ভক্ত ছিলেন তিনি। এদিন পাড়ার সিনেমা হলের মাঠে প্রোজেক্টর লাগিয়ে বন্ধু বান্ধব মিলে খেলা দেখছিলেন রাহুল। তবে টিম ইন্ডিয়া-র পরাজয়ে বাকিদের মত প্রবল হতাশ হয়েছিলেন তিনিও। বাড়ি এসেছে আত্মঘাতী হয়েছেন যুবক। রাত ১১টার দিকে ঘর থেকে রাহুলের ঝুলন্ত দেহ উদ্ধার করে পরিবার। তড়িঘড়ি দেহ নামিয়ে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে জানিয়ে দেন।
যুবকের মৃত্যু প্রসঙ্গে তাঁর জামাইবাবু বলেন, 'ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ভারতের (IND vs AUS) পরাজয় মেনে নিতে পারেননি রাহুল। বাড়ি ফিরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে সে'। ঘটনার সময়ে বাড়িতে কেউ ছিল না বলেও উল্লেখ করেছেন মৃতের জামাইবাবু।
মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠিয়েছে পুলিশ। তবে যুবকের আত্মহত্যার পিছনে ক্রিকেট বিশ্বকাপে ভারত পরাজয়ের অবসাদ নাকি অন্য কোন কারণ রয়েছে তা তদন্ত করছে পুলিশ।