আরজি কর কাণ্ড (RG Kar Medical College and Hospital) নিয়ে রাজ্য জুড়ে বিগত কয়েকদিন ধরে প্রতিবাদ চলছে। সেই প্রতিবাদে সামিল রয়েছেন তৃণমূল নেতা সুখেন্দু শেখর রায়। না, কোনও রাজনৈতিক পরিচয়ে নয় বরং এক বাবা ও দাদুর পরিচয় নিয়ে প্রতিবাদীদের সঙ্গে সামিল হয়েছেন এই প্রবীণ রাজনৈতিক নেতা। যদিও এরকম সাহস অবশ্য বাকি কোনও তৃণমূল নেতা দেখাননি। তবে এদিন প্রতিবাদ মঞ্চ থেকে এই মামলায় সিবিআইয়ের হস্তক্ষেপ নিয়ে আশঙ্কাপ্রকাশ করেছেন  সুখেন্দু। তাঁর প্রশ্ন, "আদৌ সিবিআই এই মামলার সঠিকভাবে তদন্ত করতে পারবে তো। কারণ তাঁর মতে, সিবিআই বিগত কয়েকবছরে অধিকাংশ কেসই অমীমাংসিত রেখেছে। এমনকী ১৩ বছর আগে নেতাইকাণ্ডের মামলায় এখনও পর্যন্ত কোনও নেতাকেই গ্রেফতার করতে পারেনি সিবিআই। ফলে তাঁদের তদন্তপ্রক্রিয়া নিয়ে যথেষ্ট সন্দেহ হয়। তবে যেহেতু এই মামলার তদন্ত হাইকোর্টের নজরজদারিতে হবে সেই কারণে কিছুটা হলেও আশা রয়েছে"।

একইসঙ্গে সুখেন্দু বলেছেন, "এই আন্দোলন যেভাবে দিনের পর দিন বড় আকার ধারণ করছে তাতে একটা বিষয় সিবিআইকে মাথায় রাখতে হবে যে দ্রুত এই মামলার তদন্ত করতে হবে। বিগত কয়েকদিন ধরে আন্দোলন চলছে, বিশেষ করে মহিলারা এই নিয়ে প্রতিবাদে রাস্তায় নেমেছে। তাঁরা রাত জেগে আন্দোলন করছে। এই প্রতিবাদ নাহলে নির্যাতিতার পরিবার বিচার পাবে না। যতদিন না দোষীরা শাস্তি পাবে ততদিন আন্দোলন চলবে। দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়ে এই আন্দোলনে সর্বস্তরের মানুষ যোগ দিয়েছে"।

পাশাপাশি এই নিয়ে বিজেপির রাজনীতিকেও সমালোচনা করেছেন তৃণমূল নেতা। তিনি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য নিয়ে বলেন, উনি বোধ নিজেই একজন তদন্তকারী আধিকারিক হয়ে গিয়েছেন। যদি তদন্তকারী সংস্থার ওপরেও উনি উঠে গিয়েছেন তাহলে উনিই তদন্ত করে সমস্ত তথ্য সামনে আনুক।