লোকসভা ভোটের মাঝে টিভি চ্য়ানেল দূরদর্শনের লোগোর রঙ বদলে গেরুয়া করে দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের অধীনে স্বায়ত্তশাসিত প্রসার ভারতীর চ্যানেলেন দূরদর্শনের নতুন রঙ গেরুয়া বিজেপি-র সঙ্গে মিলে যাওয়ায় তীব্র প্রতিবাদ করছেন বিরোধী দলের নেতারা। দূরদর্শনের রঙ বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দূরদর্শনের নয়া লোগোর পুরোটাই গেরুয়া রঙের। লোগোর ভিতর পৃথিবীর যে ছবি আছে, তাতে ভারতের মানচিত্রও গেরুয়া করা হয়েছে। দেশের প্রধান টিভি চ্যানেলের লোগোর এই গৈরিকীরণ নিয়ে এক্স প্ল্যাটফর্মে মমতা লিখলেন, " যেভাবে দেশের সাধারণ নির্বাচনের মাঝে দূরদর্শনের লোগের রঙ গেরুয়া করে দেওয়া হল তা নিয়ে আমি স্তম্ভিত। এটা পুরোপুরি নীতি বিরুদ্ধ, মোটের ওপর আইনবিরোধী এবং জাতীয় সম্প্রচারক সংস্থায় বিজেপির হয়ে জোরে গলা ফাটানো।"
এরপর মমতা লেখেন, জাতীয় নির্বাচন কমিশন কী করে গেরুয়া পন্থীদের এই ধরনের নির্বাচনী আচরণ বিধিভঙ্গকে অনুমতি দেয়। নির্বাচন কমিশনের অবিলম্বে এটা বন্ধ করা উচিত। দূরদর্শনের লোগোর রঙ যেমন নীল ছিল, তেমনই করে দেওয়া উচিত।" মমতা এর আগে অভিযোগ করেছিলেন, আসলে পদ্ম শিবির সবকিছুই গেরুয়া করে দিতে চাইছে ৷
মমতার পোস্ট
I am shocked at the sudden saffronisation and change of colour of our Doordarshan logo when the national elections are taking place across the country! It is absolutely unethical, grossly illegal, and speaks loudly of the pro-BJP bias of the national public broadcaster!
How… pic.twitter.com/3JnfDhR3Ca
— Mamata Banerjee (@MamataOfficial) April 20, 2024
মোদী সরকারের বিরুদ্ধে গৈরিকীকরণ রাজনীতির অভিযোগ এর আগে বেশ কয়েকবার করেছেন মমতা ৷ দিদিকে অভিযোগ করতে শোনা গিয়েছে, বর্তমান কেন্দ্রীয় সরকার সেনা বাহিনীর পোশাকেও গেরুয়া ছোঁয়া নিয়ে৷ সেনা হাসপাতাল এমনকী কেন্দ্রের অধীনস্থ স্কুলগুলিতেও গেরুয়া রঙের ব্যবহার হচ্ছে বেশি করে ৷ এর মাঝেই নতুন করে বিতর্ক দানা বেঁধেছে দূরদর্শনের লোগোর রঙ পরিবর্তনের জেরে ৷ যা নিয়ে সরব হয়েছেন খোদ প্রসার ভারতীর প্রাক্তন সিইও ৷