কলকাতা, ২ মে: বর্তমানে দলের কোনও পদে নেই তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। সম্প্রতি তাঁকে সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দল। যদিও এই নিয়ে তিনি বিশেষ কোনও ক্ষোভপ্রকাশ করেননি। তবে সম্প্রতি কুণাল ঘোষ এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "আগে আমার কাজ ছিল ফলে হলে গিয়ে সিনেমা দেখার সুযোগ পেতাম না। কিন্তু এখন দলের মধ্যেই সিনেমা চলছে। কমেডি ফিল্ম চলছে, আর সেটা আমি উপভোগ করছি"।

পাশাপাশি কুণাল আরও বলেন,"দলকে আমি গত একমাস আগে জানিয়েছিলাম যে আমি কোনও পদে থাকতে চাই না। তখন শোনেনি, কিন্তু এখন আমার আবেদন রেখেছেন। আগে আমি স্টার ক্যাম্পেনারের তালিকায় ছিলাম, এখন আর নেই। এখন তাঁরা তরুন প্রজন্মকে সুযোগ দিতে চায়। এটা খুব ভালো সিদ্ধান্ত। আমি এখন এলাকার মধ্যে কাজ করব। এলাকার মানুষের কাছে দলের জন্য প্রচার করব"।

তবে এদিনও উত্তর কলকাতার তৃণমূলের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ক্ষোভ উগরে দেন কুণাল। তাঁর মতে, "সুদীপ বন্দ্যোপাধ্যায় স্রেফ মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য জিতছে। দিদির নাম, দলের ছাপের একটা ওজন রয়েছে। তার জোড়েই প্রতিবার সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতছে"।