ভোটের আবহে কুণাল ঘোষকে (Kunal Ghosh) রাজ্য সম্পাদক পথ থেকে সরিয়ে যে বড়সড় অঘটন ডাকতে চলেছে, তা অবশেষে বুঝতে পেরেছে তৃণমূল নেতৃত্ব। সেই কারণেই শনিবার ব্রাত্য বসুর মধ্যস্থতার ডেরেক ও'ব্রায়েনের (Derek O'Brien) সঙ্গে বৈঠক হয় কুণাল ঘোষে। এবং তা যে ইতিবাচক হয়েছে সেকথা বৈঠকের শেষে কুণালের মুখ দেখেই পরিস্কার। কুণাল স্পষ্ট জানিয়ে দেন, আমি তৃণমূল পরিবারে ছিলাম, আছি এবং থাকব।

তবে তিনি তাঁর হারানো পদ ফেরত পাবেন কিনা সেই প্রশ্নের জবাব না দিলেও তিনি বলেন, আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী। আমি আমার রাজনৈতিক পরিচয় আবার ফেরত পেতে চাই। তাঁর এই মন্তব্যের পরেই জল্পনা সৃষ্টি হয়েছে যে আবারও তাঁকে সক্রিয় রাজনীতির মধ্যে দল ফেরত পাঠাতে পারে। তবে সে ক্ষেত্রে দুই পক্ষের কী কী শর্ত দেওয়া হয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

প্রসঙ্গত, গত বুধবার থেকে কুণালের রাজনৈতিক জীবনে পতন শুরু হয়। বিজেপির প্রার্থী তাপস রায়ের সঙ্গে একটি সভামঞ্চে কুণালের যোগ দেওয়াকে ঘিরে শুরু হয় বিতর্ক। সেখানে তাপসকে ভালো মানুষের সার্টিফিকেট এবং তাঁর বিরুদ্ধে যেনো কোনও ছাপ্পা ভোট না হয় সেই নিয়ে মন্তব্য করে কুণাল। তারপরেই রাজ্য সম্পাদক পথ থেকে সরিয়ে দেওয়া হয় কুণালকে।