কলকাতাঃ একটা দুর্ঘটনায় (Accident) এলোমেলো হয়ে গিয়েছে জীবন। হারিয়ে ফেলেছেন বাকশক্তি, পক্ষাঘাতগ্রস্ত শরীরের নিচের অংশ। মুখ ফিরিয়েছেন স্বামী। খোঁজ নেয় না পরিবার। দীর্ঘ ২ বছর ধরে তাই ৪০ বছরের গৃহবধূর ঠিকানা কলকাতার অ্যাপেলো হাসপাতাল (Apollo Hospital)। জানা গিয়েছে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে দুর্ঘটনায় মাথায় আঘাত পান ওই মহিলা। নিউরোসার্জারি হয় তাঁর। এরপর ধীরে ধীরে সেরে উঠছিলেন তিনি। কিন্তু শরীরে আরও বেশকিছু সমস্যা দেখা দেয়। এরপরই তাঁকে বাড়ি ফেরাতে অস্বীকার করেন স্বামী জয়প্রকাশ গুপ্ত।
বিল মেটাতে অক্ষম, স্ত্রীকে হাসপাতালে রেখে গেলেন স্বামী
হাসপাতালের অভিযোগ, বারবার স্বামীকে খবর দেওয়া হলেও তিনি কোনও রকমভাবে সহযোগিতা করেননি। রোগীর স্বামীর থেকে কোনওরকম সাড়া না পেয়ে শেষমেশ শ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের দ্বারস্থ হয় কলকাতার ওই বেসরকারি হাসপাতাল। এরপর আইনের দ্বারস্থ হয় হাসপাতাল। এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি রোগীর স্বামীকে প্রশ্ন করেন কেন স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাচ্ছেন না তিনি? উত্তরে জয়প্রকাশ গুপ্ত জানান, তিনি একটি দোকান চালান। কাজ সামলে অসুস্থ স্ত্রীর দেখাশোনা করা সম্ভব নয় তাঁর দ্বারা। হাসপাতালের পক্ষে সওয়ালকারী আইনজীবী জানান, দীর্ঘ ২ বছরের মহিলার একাধিক অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসার খরচ পেরিয়েছে ১ কোটি। ওই রোগীর একটি মেডিক্লেম পরিষেবা ছিল। সেই মেডিক্লেমের ৬ লক্ষ টাকা ফুরিয়েছে বহু আগেই। এই মামলার পরবর্তী রায়দান আগামী ৯ এপ্রিল। হাসপাতাল সূত্রে খবর, অ্যাপেলো হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের একটি সাধারণ বেডে রাখা হয়েছে ওই রোগীকে।
হাসপাতালের বিল ১ কোটি, প্রতিবিন্ধী স্ত্রীকে ২ বছর ধরে হাসপাতালে ফেলে রাখলেন স্বামী
#Kolkata | A housewife disabled from an accident has been abandoned at Apollo Multispeciality Hospitals for over two years.
Her husband claims he is unable to care for her, and the outstanding hospital bill is Rs 1 crore.
Details 🔗 https://t.co/bRrgkulpqD pic.twitter.com/Zua9HBRAWE
— The Times Of India (@timesofindia) April 3, 2025