বারাসতের পর এবার বেলেঘাটা আইডি (Beleghata ID Hospital)। ফের উদ্ধার নরকঙ্কাল। শুক্রবার হাসপাতালের পরিত্যক্ত মর্গের বাইরে থেকে উদ্ধার হয়েছে একটি মাথার খুলি এবং হাত ও পা মিলিয়ে মোট ১৩টি হাড়গোড়। হাসপাতাল সূত্রের খবর, এদিন সকালে দুই সাফাইকর্মী মর্গের আশেপাশে পরিস্কার করছিল। সেই সময় আচকাই মানুষের হাড় দেখতে পান তাঁরা। আতঙ্কে তাঁরা ছুটে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। তারপর ঘটনাস্থলে পুলিশ এসে বাকি দেহাংশগুলি উদ্ধার করে। গোটা ঘটনার পর আতঙ্কে রোগীর আত্মীয়রা। অনেকেই ওই এলাকা দিয়ে যাওয়ার সময় কঙ্কাল দেখে আতঙ্কিত হয়ে পড়েছেন।

যদিও কঙ্কালটি কার বা কীভাবে ওখানে এল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। গোটা ঘটনার তদন্ত হবে বলে জানিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রসঙ্গত, মাসখানেক আগে বারাসত সরকারী হাসপাতাল লাগোয়া একটি আবর্জনার স্তুপ থেকে উদ্ধার হয়েছিল নরকঙ্কাল। পরবর্তীকালে তদন্তে জানা যায়, ওই কঙ্কালটি শিক্ষানবিশ চিকিৎসকরা পরীক্ষার জন্য ব্যবহার করছিলেন।