আরজি করে ধর্ষণকাণ্ডের এক বছর পেরোতে চলেছে। আর সেই ঘটনার প্রতিবাদে আগামীকাল নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা-মা। আর সেই মিছিলে থাকার কথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। যদিও মিছিল শুরুর আগেই গত বুধবার এক হাওড়ার বাসিন্দা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছিলেন। যদিও সেই মামলায় আটকানো যায়নি এই কর্মসূচি। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের পর্যবেক্ষণ, প্রতিবাদের অধিকার সকলের রয়েছে। তবে আইন মেনে মিছিল বা কর্মসূচি করা যেতে পারে। তবে রাজ্যে পুলিশের নিশ্চিত করা প্রয়োজন যেন কোনও বিশৃঙ্খলা না হয়।

নবান্ন সামনে মিছিল করা যাবে?

যদিও পুলিশের দাবি, এই মিছিলের জন্য আয়োজকরা কোনও অনুমতি নেয়নি। তবে আদালতের মামলা, সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পদক্ষেপ নিতে শুরু করেছেন হাওড়ার পুলিশ। এই বিষয়ে নিশ্চিত করেছেন হাওড়া পুলিশ কমিশনার প্রবীন কুমার ত্রিপাঠী। তিনি বলেন, নবান্ন রাজ্য প্রশাসনের সদর দফতর। তার সামনে কোনও প্রতিবাদ মিছিল করার অনুমতি দেওয়া সম্ভব নয়। সেখানে সর্বদা কড়া নিরাপত্তা থাকে। তার বদলে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে শান্তিপূর্ণ সমাবেশ করা যেতে পারে। সেক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা থাকবে। তবে কতজন এই মিছিলে যোগ দেবেন, তাঁরা কীভাবে আসবেন সেটা আগে থেকে জানাতে হবে।

কালীঘাটে মিছিলে অনুমতি দিল না কলকাতা পুলিশ

অন্যদিকে, কালীঘাটেও মিছিল করার কথা রয়েছে আগামী শনিবার। সেই মিছিলেরও অনুমতি দিলেন না কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। তাঁদের জন্য রাণি রাসমণি চত্বর নির্দিষ্ট করে দেওয়া হয়ে। আন্দোলনকারীরা নিয়ম ভাঙলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে উল্লেখও করেন কলকাতা পুলিশের সিপি।