কলকাতাঃ বর্ষা বিদায় নিতেই বাংলায় শুষ্ক আবহাওয়ার দাপট। রাত থেকেই শিরশিরান ভাব। তবে কি ভাবছেন বৃষ্টি থেকে মুক্তি? বাংলার ফের নতুন করে বৃষ্টির পূর্বাভাস। একাধিক ঘূর্ণাবর্ত রয়েছে বাংলায়। যার জেরে আগামী কয়েকদিনে বাংলার বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। আজ, বুধবার সকাল থেকে রোদঝলমলে আকাশ। সারাদিনই আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা গিয়েছে। বুধে সেভাবে কোনও জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই। আগামী সাতদিনে বাংলার কোনও জেলায় সেই অর্থে দুর্যোগপূর্ণ আবহাওয়ার ইঙ্গিত নেই বঙ্গে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২.৩ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির আশেপাশে।
কালিপুজোতেও বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস
ইতিমধ্যেই বাংলার বেশকিছু জেলায় কুয়াশার দাপট শুরু হয়েছে। ভোর হলেই কুয়াশায় ঢাকছে গোটা এলাকা। কালিপুজোতেও দক্ষিণবঙ্গজুড়ে শুষ্ক আবহাওয়া থাকবে বলেই অনুমান আবহাওয়াবিদদের। কালিপুজোয় দুর্যোগের সম্ভাবনা না থাকায় স্বস্তিতে বাঙালি। চলতি বছর জাঁকিয়ে শীত পড়ার কথা আগেই জানা গিয়েছে। কালিপুজো কাটিয়ে নতুন মাস পড়তেই ধীরে ধীরে খেলা দেখাতে শুরু করবে শীত এমনটাই জানিয়েছেন হাওয়া অফিস।
ভোর হলেই শিরশিরান ভাব, কুয়াশাচ্ছন্ন সকাল, কালিপুজোতেই কি লাগবে সোয়েটার?
Capital city Forecast for Seven Days: Dated 14-10-2025 pic.twitter.com/7rFO4dEIg8
— IMD Kolkata (@ImdKolkata) October 14, 2025