Purulia Car Accident (Photo Credits: X)

পুরুলিয়া, ২০ জুনঃ মেঘভাঙা বৃষ্টির জেরে জলমগ্ন পুরুলিয়ার বিস্তীর্ণ এলাকা। ঘরবাড়ি ডুবে গিয়েছে। একটানা মুষলধারে বৃষ্টির জেরে জেরবার এলাকাবাসীর। এরই মাঝে সাংঘাতিক দুর্ঘটনা পুরুলিয়ার বলরামপুরে। শুক্রবার সাতসকালে লরির সঙ্গে গাড়ির ধাক্কায় এক লহমায় মৃত্যু হয়েছে চালক-সহ ৯ জনের। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকালে পুরুলিয়া-জামশেদপুর ১৮ নম্বর জাতীয় সড়কের নামশোল প্রাথমিক বিদ্যালয়ের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছোট চারচাকা গাড়িটি একটি বিয়েবাড়ি থেকে ফিরছিল। গাড়িটি ঝাড়খণ্ডের নিমডি যাচ্ছিল। গাড়িতে থাকা প্রত্যেকেই ঝাড়খন্ডের নিমডি থানার মুরু, লকড়ি ও বান্দু গ্রামের বাসিন্দা ছিলেন। গাড়িতে থাকা ন'জনেরই মৃত্যু হয়েছে। পুলিশের অনুমান, নিম্নচাপের জেরে দৃশ্যামানতা কমে যাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ আরও জানাচ্ছে, লরিটি টাটা থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে, চারচাকা বোলেরো গাড়িটি নিমডি যাচ্ছিল। নামশোল স্কুলের বাঁকে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার জেরে রাস্তার ধারে উল্টে যায় স্পঞ্জ আয়রন বোঝাই লরিটি। দুমড়ে মুচড়ে যায় চারচাকা গাড়িটি। গাড়ির ভিতরে থাকা দেহগুলি কার্যত দলা পাকিয়ে যায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বলরামপুর থানার পুলিশ। ঘটনাস্থলে যান পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ও। প্রত্যেককে উদ্ধার করে বাঁশগড় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে দেহগুলি ময়নাতদন্তের জন্য পুরুলিয়া মেডিক্যালে পাঠানো হয়। এদিকে দুর্ঘটনার জেরে ঘাতক লরি ও দুর্ঘটনাগ্রস্থ ছোট গাড়িটিকে আটক করেছে বলরামপুর থানার পুলিশ। কীভাবে এই দুর্ঘটনা ঘটল সেই কারণ খতিয়ে দেওয়া হচ্ছে।