Ajay Bhalla's Kolkata Visit: সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা
Home Secretary Ajay Bhalla

কলকাতা, ১২ নভেম্বর: সীমান্ত সুরক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করতে আজ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা (Home Secretary Ajay Bhalla)। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি-সহ একাধিক পদস্থ প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করবেন। সেনাবাহিনী (Army), বিএসএফ (BSF), কোস্টগার্ড এবং সীমান্ত সংলগ্ন জেলাগুলির জেলাশাসকরা বৈঠকে উপস্থিত থাকবেন।

সম্প্রতি, এক নির্দেশিকায় বাংলাদেশ (Bangladesh) ও পাকিস্তান (Pakistan) সীমান্ত লাগোয়া তিন রাজ্যে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ-র (BSF) ক্ষমতা ও কাজের ব্যাপ্তি বাড়িয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এবার থেকে বাংলা-সহ তিন রাজ্যে ৫০ কিলোমিটার ভিতরে ঢুকে তারা তল্লাশি, গ্রেফতার ও পণ্য বাজেয়াপ্ত করতে পারবে। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, অসম, পশ্চিমবঙ্গ এবং পঞ্জাবে বিএসএফ রাজ্য পুলিশের মতোই তল্লাশি ও গ্রেফতারের অধিকার পেয়েছে। বিএসএফ এতদিন গ্রেফতার, বাজেয়াপ্ত এবং তল্লাশি করতে পারত, তবে সেটা ছিল আন্তর্জাতিক সীমান্ত থেকে ১৫ কিলোমিটার পর্যন্ত। এবার তারা ৫০ কিমি পর্যন্ত ভিতরে ঢুকে এই কাজ করতে পারবে। আরও পড়ুন: BSF Gets Increased Powers: বাড়ল ক্ষমতা, বাংলা-সহ ৩ রাজ্যের আরও ভিতরে ঢুকে তল্লাশি চালাতে পারবে বিএসএফ

কেন্দ্রের এই পদক্ষেপ রাজ্যের স্বায়ত্তশাসন নিয়ে বিতর্ক উস্কে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনিয়ে সুর চড়িয়েছেন। পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নিও ইতিমধ্যেই এই নির্দেশের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পঞ্জাব বিধানসভায় গতকাল এনিয়ে প্রস্তাবনা পাস করা হয়েছে।