নয়া দিল্লি, ৪ এপ্রিল: রাম নবমীকে কেন্দ্র করে হাওড়া ও হুগলির কিছু জায়গায় হিংসার ঘটনা ঘটে। যা নিয়ে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের কাছে ফোন করে খোঁজ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আর এবার সরাসরি রাজ্য সরকারের কাছে রাম নবমীতে হওয়া বাংলার হিংসার ঘটনা নিয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠাল শাহ-র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। নবান্নের কাছে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক জানতে চাইল রাম নবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে হাওড়া, হুগলিতে হিংসায় কী ঘটেছিল, কেন রোখা গেল না, কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, আগামী দিনে এসব রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে।
রাম নবমীর (Ram Navami) মিছিলে অস্ত্র হাতে মিছিলের অভিযোগে গ্রেফতার করা হল সুমিত সাউ নামে এক যুবককে। বছর ১৯-এর ওই যুবককে বিহারের মুঙ্গের থেকে গ্রেফতার করা হয় বলে খবর। রাম নবমীতে হাওড়ায় উত্তেজনা ছড়ায়। ওইদিন হাওড়ায় রাম নবমীর মিছিলে অস্ত্র হাতে ধর্মীয় মিছিলে দেখা যায় সুমিত সাউকে। আরও পড়ুন-জি–২০ বৈঠক বাতিল, উত্তরবঙ্গ সফরে কাটছাট করে কলকাতা ফিরছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
দেখুন টুইট
Home Ministry seeks report from #WestBengal govt on #RamNavami violencehttps://t.co/fHO0b2u1iF
— All India Radio News (@airnewsalerts) April 4, 2023
এদিন, হুগলির রিষড়া (Rishra) এবং শ্রীরামপুরে ( Serampore) জারি করা হয় ১৪৪ ধারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই রিষড়া এবং শ্রীরামপুরে ১৪৪ ধারা জারি করা হয়েছিল। এমনই জানানো হয় চন্দননগর পুলিশ কমিশনারের তরফে।